কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সরকারের আপত্তির পর ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে দুই দেশের পতাকা দিয়ে তৈরি করা ছবিটি সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ২টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে দেখা গেছে, পেজটির কাভার ছবিতে দুই দেশের পতাকার ছবিটি আর নেই। এর পরিবর্তে শুধু পাকিস্তানের পতাকার একটি ছবি আছে।
এর আগে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুই দেশের পতাকা দেওয়া ছবিটি ‘কোন বাজে মনোবৃত্তি নিয়ে’ ব্যবহার করা হয়নি বলে হাইকমিশন মন্ত্রণালয়কে জানিয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের পতাকা দেওয়া ছবিটি নজরে আসার পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ছবিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবিধি লঙ্ঘন করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হাইকমিশনে সরকারের আপত্তির কথা জানিয়ে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, পাকিস্তান হাইকমিশন কয়েকটি নমুনা পাঠিয়ে জানিয়েছে, বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলোর ফেসবুক পেজে ওই দেশের পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা সংযুক্ত করে ছবি ব্যবহার করা হয়। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুকে দুই দেশের পতাকা দিয়ে যে ধরনের ছবি দেওয়া আছে, একই ধরনের ছবি অন্য অনেক দেশে মিশনের নিজ নিজ ফেসবুকে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ায় পাকিস্তান মিশনের ফেসবুক পেজের ছবি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিটিই অর্ধেক পাকিস্তানের পতাকা এবং বাকি অর্ধেক অন্য সংশ্লিষ্ট দেশের পতাকাসহ প্রায় একই ধরনের ছবি। কোনো দেশ থেকে পাকিস্তান কোনো আপত্তি পায়নি।
এগুলো পাঠিয়ে ঢাকার মিশন বলেছে, বাংলাদেশের পতাকা সংযোজনের ক্ষেত্রে তাদের কোনো বাজে মনোভাব ছিল না। এতৎসত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পতাকা দেওয়া ছবিটি সরিয়ে ফেলতে অনুরোধ করে।
বাংলাদেশ সরকারের আপত্তির পর ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে দুই দেশের পতাকা দিয়ে তৈরি করা ছবিটি সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ২টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে দেখা গেছে, পেজটির কাভার ছবিতে দুই দেশের পতাকার ছবিটি আর নেই। এর পরিবর্তে শুধু পাকিস্তানের পতাকার একটি ছবি আছে।
এর আগে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুই দেশের পতাকা দেওয়া ছবিটি ‘কোন বাজে মনোবৃত্তি নিয়ে’ ব্যবহার করা হয়নি বলে হাইকমিশন মন্ত্রণালয়কে জানিয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের পতাকা দেওয়া ছবিটি নজরে আসার পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ছবিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবিধি লঙ্ঘন করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হাইকমিশনে সরকারের আপত্তির কথা জানিয়ে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, পাকিস্তান হাইকমিশন কয়েকটি নমুনা পাঠিয়ে জানিয়েছে, বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলোর ফেসবুক পেজে ওই দেশের পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা সংযুক্ত করে ছবি ব্যবহার করা হয়। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুকে দুই দেশের পতাকা দিয়ে যে ধরনের ছবি দেওয়া আছে, একই ধরনের ছবি অন্য অনেক দেশে মিশনের নিজ নিজ ফেসবুকে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ায় পাকিস্তান মিশনের ফেসবুক পেজের ছবি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিটিই অর্ধেক পাকিস্তানের পতাকা এবং বাকি অর্ধেক অন্য সংশ্লিষ্ট দেশের পতাকাসহ প্রায় একই ধরনের ছবি। কোনো দেশ থেকে পাকিস্তান কোনো আপত্তি পায়নি।
এগুলো পাঠিয়ে ঢাকার মিশন বলেছে, বাংলাদেশের পতাকা সংযোজনের ক্ষেত্রে তাদের কোনো বাজে মনোভাব ছিল না। এতৎসত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পতাকা দেওয়া ছবিটি সরিয়ে ফেলতে অনুরোধ করে।
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগেরাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি।
১ ঘণ্টা আগে