বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতা কী জিনিস, কী অর্জন করেছি তা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে। আমাদের দেশের একশ্রেণির বন্ধুরা উন্নয়ন দেখে না। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাঁকিয়ে চলে।’
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আবাসন ব্যবস্থা ভালো ছিল না।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের লোক হলেও ছাড় নাই। প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সার্ভিস দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সাত্তার খান, এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রমুখ।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশকে পিছিয়ে দিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এখন পাকিস্তানের থেকে সবদিক দিয়ে এগিয়ে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। কিন্তু বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
আজ রোববার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের সন্তানেরা বিদেশে গিয়ে ডলার পাঠাচ্ছে। অবদান রাখছে দেশের উন্নয়নে। আমাদের বাংলাদেশ থেকে অনেক পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাধীনতা কী জিনিস, কী অর্জন করেছি তা বুঝতে হবে।’
তিনি বলেন, ‘এখনো স্বাধীনতার শত্রুতারা সোচ্চার। তারা চায় দেশকে হুমকির মুখে ঠেলে দিতে। আমাদের দেশের একশ্রেণির বন্ধুরা উন্নয়ন দেখে না। পদ্মা সেতুর সময় তারা বিরোধিতা করেছিল। কিন্তু তারাই সবচেয়ে বেশি গাড়ি নিয়ে জোর গতিতে হাঁকিয়ে চলে।’
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একসময় দেশে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আবাসন ব্যবস্থা ভালো ছিল না।
তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের প্রশ্রয় দিই না। সে আমাদের দলের লোক হলেও ছাড় নাই। প্রধানমন্ত্রীর চাওয়া মানুষ যেন ভাত খেয়ে সুন্দরভাবে দিন যাপন করতে পারে। রেলকে লাভজনক করে নিতে অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভালো সার্ভিস দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি মিয়ার সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর সাত্তার খান, এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন প্রমুখ।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে