উত্তরা (ঢাকা) প্রতিনিধি
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ ইউনিট ‘এমআরটি পুলিশ’ গঠনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রাজধানীর তুরাগের দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর সামনে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জনস্বার্থে মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। তাই এমআরটি পুলিশ গঠনের প্রস্তাব করা হয়েছে। এমআরটি পুলিশ গঠনের আগে নিজস্ব ব্যবস্থাপনায় মেট্রোরেল ও মেট্রোরেলে চলাচলরত যাত্রীদের নিরাপত্তা দেবে ডিএমপি পুলিশ।’
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।’
ডিএমপি কমিশনার জানান, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার ফলে এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সে জন্য ঢেলে সাজানো হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সেখানে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তায় সহযোগিতা করা হবে।
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ ইউনিট ‘এমআরটি পুলিশ’ গঠনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রাজধানীর তুরাগের দিয়াবাড়ির মেট্রোরেল ডিপোর সামনে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জনস্বার্থে মেট্রোরেল খুবই গুরুত্বপূর্ণ। তাই এমআরটি পুলিশ গঠনের প্রস্তাব করা হয়েছে। এমআরটি পুলিশ গঠনের আগে নিজস্ব ব্যবস্থাপনায় মেট্রোরেল ও মেট্রোরেলে চলাচলরত যাত্রীদের নিরাপত্তা দেবে ডিএমপি পুলিশ।’
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‘ঢাকায় যানজটকে এড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।’
ডিএমপি কমিশনার জানান, মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীসহ বহু ভিভিআইপি এখানে আসবেন। পাশাপাশি এখানে একটি জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। যার ফলে এ এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকলের নিরাপত্তা ও যাতায়াত যেন নির্বিঘ্ন হয় সে জন্য ঢেলে সাজানো হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সেখানে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তায় সহযোগিতা করা হবে।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৪ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১০ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৫ মিনিট আগে