মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে মুখোশ পরা ডাকাত দল সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশ পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা–পুলিশ।
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘একসঙ্গে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এ সময় আমাদের ৬ সদস্যের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।’
হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
মাদারীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে মুখোশ পরা ডাকাত দল সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশ পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা–পুলিশ।
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘একসঙ্গে ১০-১৫ জন মুখোশ পরা ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এ সময় আমাদের ৬ সদস্যের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।’
হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৭ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৮ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে