উত্তরায় গরুর হাটে ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১৫: ১২
আপডেট : ১২ জুন ২০২৪, ১৬: ০৪

মহাসড়কে ‘গরুর গাড়ি আটকে জোর করে’ হাটে ঢোকানোর ছবি ও ভিডিও ধারণ করায় রাজধানীর নুরুল আমিন হাসান নামের এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হাটের ইজারাদারের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উত্তরা ১০ নম্বর সেক্টরে কামারপাড়া পুলিশ বক্সের সামনে ১৫–২০ জন যুবক এ হামলা চালান। নুরুল আমিন হাসান আজকের পত্রিকার সিটি প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলায় তাঁর ডান হাত, গলার ডান পাশে, বুকে ও পিঠে আঘাত পেয়েছেন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

নুরুল আমিন বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে ট্রাকে করে গরু আসছে ঢাকায়। একেকজন একেক হাটে গরু নিচ্ছেন। এমনই কিছু ট্রাক উত্তরাতে যাচ্ছিল, কিন্তু পথে কামারপাড়া গরুর হাটের লোকজন জোর করে গাড়ি তাঁদের হাটে ঢোকাচ্ছেন। এমন খবর পেয়ে সেখানে গিয়ে ছবি ধারণ করায় কয়েকজন আমার এপর হামলা করে। মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মারতে থাকে। মারতে মারতে কামারপাড়া মোড়ে ট্রাফিক বক্সের কাছে নিয়ে যায়। তখন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মারুফ ছুটে এসে আমাকে উদ্ধার করেন।’

মারধরের সত্যতা নিশ্চিত করে সার্জেন্ট মারুফ বলেন, ‘আমি ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে ছিলাম। তখন বাইরে দেখি ঝামেলা হচ্ছে। পরে বেরিয়ে এসে দেখতে পাই সাংবাদিক হাসান ভাইকে মারধর করছে। পরে তাঁকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত