Ajker Patrika

ভিআইপি চলাচলে ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৩
ভিআইপি চলাচলে ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট হয়ে আজিমপুরে যাচ্ছিলেন এক সরকারি কলেজের প্রভাষক। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ায় বিশেষ নিরাপত্তার কারণে পুলিশ সকল সংযোগ সড়ক হঠাৎ বন্ধ করে দিলে বাধে বিপত্তি। নিজের ব্যক্তিগত কাজে যেতে না পেরে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা জড়ান ওই নারী প্রভাষক। 

একটি কলেজের প্রভাষক পরিচয় দিলেও এক পুলিশ কর্মকর্তা তাঁর ছবি তুলতে গেলে তিনি মোবাইল কেড়ে নেন। পরে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের মধ্যস্থতায় ওই নারীকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়। অনুরোধ করার পরেও গাড়ি না ছাড়ায় তিনি ক্ষিপ্ত হন। 

রাস্তা বন্ধ থাকায় এমন অনেক গাড়ি ও পথচারীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। 

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আজকের পত্রিকাকে জানান, ভিভিআইপি নিরাপত্তার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। তাঁকে কোনো যেতে দিলাম না তাই তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি আমার সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমি তাঁর নাম পরিচয় জানতে চাইলে সেটিও বলেননি। পরে ছবি তুলতে গেলে সে আমার মোবাইল কেড়ে নিয়ে যায়। 

ওই শিক্ষিকার গাড়ি চালক জানান, ম্যাডাম কলেজে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমরা আসাদগেট থেকে ইউ টার্ন নিতে চেয়েছি। পুলিশ এর আগেই আটকে দিয়েছে। এ জন্য ম্যাডামের সঙ্গে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। 

ভিভিআইপি নিরাপত্তার কারণে রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশভারতের রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সফরের কারণে এমন বাধার মুখে পরতে হয়েছে কলেজগেট এলাকার সুমনা বেগমকে। তাঁর ভাইকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। বেড়িয়ে যাওয়ার পথে হঠাৎ পুলিশের বাধার মুখে পড়েন। একই ভাবে বাধার মুখে পড়েন ব্যক্তিগত জরুরি কাজে গুলশান যেতে চাওয়া রায়হান। 

রায়হান বলেন, ব্যক্তিগত একটি কাজে গুলশান যাব। কিন্তু পুলিশ রাস্তা আটকে দিয়েছে। কখন ছাড়বে বুঝতে পারছি না। 

এর আগে গতকালই সাধারণ মানুষের এমন বাধার কথা জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছিলেন, এইচএসসি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা যথেষ্ট সময় হাতে রেখে কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ভিভিআইপি চলাচলের কারণে বিভিন্ন সড়কে গাড়ি চলাচল সীমিত করা হবে। একই নির্দেশনা সাধারণ মানুষের উদ্দেশ্যেও। 

সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণের কারণে ভিন্ন রাস্তা ব্যবহারের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারেন। তাই হাতে সময় নিয়ে প্রয়োজনীয় কাজে বের হতে নির্দেশনা দিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত