কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ সরকারের আপত্তির পর ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে দুই দেশের পতাকা দিয়ে তৈরি করা ছবিটি সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ২টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে দেখা গেছে, পেজটির কাভার ছবিতে দুই দেশের পতাকার ছবিটি আর নেই। এর পরিবর্তে শুধু পাকিস্তানের পতাকার একটি ছবি আছে।
এর আগে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুই দেশের পতাকা দেওয়া ছবিটি ‘কোন বাজে মনোবৃত্তি নিয়ে’ ব্যবহার করা হয়নি বলে হাইকমিশন মন্ত্রণালয়কে জানিয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের পতাকা দেওয়া ছবিটি নজরে আসার পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ছবিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবিধি লঙ্ঘন করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হাইকমিশনে সরকারের আপত্তির কথা জানিয়ে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, পাকিস্তান হাইকমিশন কয়েকটি নমুনা পাঠিয়ে জানিয়েছে, বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলোর ফেসবুক পেজে ওই দেশের পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা সংযুক্ত করে ছবি ব্যবহার করা হয়। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুকে দুই দেশের পতাকা দিয়ে যে ধরনের ছবি দেওয়া আছে, একই ধরনের ছবি অন্য অনেক দেশে মিশনের নিজ নিজ ফেসবুকে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ায় পাকিস্তান মিশনের ফেসবুক পেজের ছবি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিটিই অর্ধেক পাকিস্তানের পতাকা এবং বাকি অর্ধেক অন্য সংশ্লিষ্ট দেশের পতাকাসহ প্রায় একই ধরনের ছবি। কোনো দেশ থেকে পাকিস্তান কোনো আপত্তি পায়নি।
এগুলো পাঠিয়ে ঢাকার মিশন বলেছে, বাংলাদেশের পতাকা সংযোজনের ক্ষেত্রে তাদের কোনো বাজে মনোভাব ছিল না। এতৎসত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পতাকা দেওয়া ছবিটি সরিয়ে ফেলতে অনুরোধ করে।
বাংলাদেশ সরকারের আপত্তির পর ঢাকায় পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজ থেকে দুই দেশের পতাকা দিয়ে তৈরি করা ছবিটি সরিয়ে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার বেলা ২টার দিকে পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে দেখা গেছে, পেজটির কাভার ছবিতে দুই দেশের পতাকার ছবিটি আর নেই। এর পরিবর্তে শুধু পাকিস্তানের পতাকার একটি ছবি আছে।
এর আগে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, দুই দেশের পতাকা দেওয়া ছবিটি ‘কোন বাজে মনোবৃত্তি নিয়ে’ ব্যবহার করা হয়নি বলে হাইকমিশন মন্ত্রণালয়কে জানিয়েছে।
বৃহস্পতিবার দুই দেশের পতাকা দেওয়া ছবিটি নজরে আসার পর বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, ছবিটি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবিধি লঙ্ঘন করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে হাইকমিশনে সরকারের আপত্তির কথা জানিয়ে ছবিটি সরিয়ে নিতে অনুরোধ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, পাকিস্তান হাইকমিশন কয়েকটি নমুনা পাঠিয়ে জানিয়েছে, বিভিন্ন দেশে তাদের দূতাবাসগুলোর ফেসবুক পেজে ওই দেশের পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা সংযুক্ত করে ছবি ব্যবহার করা হয়। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুকে দুই দেশের পতাকা দিয়ে যে ধরনের ছবি দেওয়া আছে, একই ধরনের ছবি অন্য অনেক দেশে মিশনের নিজ নিজ ফেসবুকে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব ও মালয়েশিয়ায় পাকিস্তান মিশনের ফেসবুক পেজের ছবি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রতিটিই অর্ধেক পাকিস্তানের পতাকা এবং বাকি অর্ধেক অন্য সংশ্লিষ্ট দেশের পতাকাসহ প্রায় একই ধরনের ছবি। কোনো দেশ থেকে পাকিস্তান কোনো আপত্তি পায়নি।
এগুলো পাঠিয়ে ঢাকার মিশন বলেছে, বাংলাদেশের পতাকা সংযোজনের ক্ষেত্রে তাদের কোনো বাজে মনোভাব ছিল না। এতৎসত্ত্বেও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পতাকা দেওয়া ছবিটি সরিয়ে ফেলতে অনুরোধ করে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১১ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে