নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’কে টার্গেট করে হামলা করা হয়েছে বলে মনে করছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে কোন পক্ষ বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজে হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলার সমৃদ্ধির মালিকানা বিএসসির হলেও ডেনিশ কোম্পানি ডেলটা করপোরেশনের অধীনে সেটি ভাড়ায় চলছিল। গত ২৬ জানুয়ারি মুম্বাই বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের ইরেগলি হয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। গত বুধবার জাহাজের ব্রিজে একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়। মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্যিক জাহাজে আক্রমণ হওয়ার কথা না। এর পরেও আক্রমণ হয়েছে। জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ চলাচল সম্ভব নয়। জেনারেটরের সুবিধা আছে।’
নিহত হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘এখন জাহাজ থেকে নেমে গেলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি। মনে হচ্ছে টার্গেট করে হামলা হয়েছে। নাবিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।’
হাদিসুরের মরদেহ এবং অন্য নাবিকদের কবে নাগাদ দেশে ফেরানো যাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এটা যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করবে। জাহাজে ২৯ জন নাবিক ছিলেন। এখন ২৮ জন বেঁচে আছেন। কে হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। যুদ্ধ চলছে, কার রকেট এসে পড়েছে বলা যাচ্ছে না।’
যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’কে টার্গেট করে হামলা করা হয়েছে বলে মনে করছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে কোন পক্ষ বাংলাদেশের এই বাণিজ্যিক জাহাজে হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলার সমৃদ্ধির মালিকানা বিএসসির হলেও ডেনিশ কোম্পানি ডেলটা করপোরেশনের অধীনে সেটি ভাড়ায় চলছিল। গত ২৬ জানুয়ারি মুম্বাই বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের ইরেগলি হয়ে ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। গত বুধবার জাহাজের ব্রিজে একটি রকেট এসে পড়লে বিস্ফোরণে আগুন ধরে যায়। মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার নৌ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্যিক জাহাজে আক্রমণ হওয়ার কথা না। এর পরেও আক্রমণ হয়েছে। জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ চলাচল সম্ভব নয়। জেনারেটরের সুবিধা আছে।’
নিহত হাদিসুর রহমানের মরদেহ জাহাজে সংরক্ষণ করা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘এখন জাহাজ থেকে নেমে গেলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি। মনে হচ্ছে টার্গেট করে হামলা হয়েছে। নাবিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।’
হাদিসুরের মরদেহ এবং অন্য নাবিকদের কবে নাগাদ দেশে ফেরানো যাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এটা যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করবে। জাহাজে ২৯ জন নাবিক ছিলেন। এখন ২৮ জন বেঁচে আছেন। কে হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। যুদ্ধ চলছে, কার রকেট এসে পড়েছে বলা যাচ্ছে না।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে