নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্র চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি সুইচগিয়ার ও একটি প্লাস্টিকের বাঁটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।
দারুস সালাম থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানার একটি টিম। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আরও জানানো হয়, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকেন। দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে মহিলা পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করেন। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে যানজটের সৃষ্টি হলে গ্রেপ্তার ব্যক্তিরা সিএনজির রেক্সিন কভার চাকু-ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষণিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্র চাকুসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি সুইচগিয়ার ও একটি প্লাস্টিকের বাঁটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গতকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।
দারুস সালাম থানা-পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানার একটি টিম। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে আরও জানানো হয়, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকেন। দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে মহিলা পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ মূল্যবান মালামাল ছিনতাই করেন। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে যানজটের সৃষ্টি হলে গ্রেপ্তার ব্যক্তিরা সিএনজির রেক্সিন কভার চাকু-ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষণিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
শেরপুরে খেত থেকে সাদিয়া (১৩) নামের এক বাক্প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তীর চর এলাকা থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগেসিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
৩৪ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার এক সৌদিপ্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ চক্রবর্তীর আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে অন্য একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগেনীলফামারীর দারোয়ানী সুতাকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ সোমবার টেক্সটাইল মিল এলাকায় এ মানববন্ধন করা হয়।
১ ঘণ্টা আগে