ফসলের খেতে মিলল বাক্‌প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ

শেরপুর প্রতিনিধি 
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৮: ০৫
Thumbnail image
প্রতীকী ছবি

শেরপুরে খেত থেকে সাদিয়া (১৩) নামের এক বাক্‌প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তীর চর এলাকা থেকে কিশোরীটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া পাশের সাহাব্দীর চর দশানীপাড় এলাকার জমাদারের মেয়ে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত থেকে সাদিয়াকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরদিন আজ সোমবার দুপুরে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা পয়স্তীর চরের একটি খেতের পাশে সাদিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন কৃষিশ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাদিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাদিয়ার শরীরে একাধিক জখম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিন হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, সেটি শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত