নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে