নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শুক্রবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘১৯৭১ সালে বাংলাদেশ গণহত্যা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এ দাবি জানান।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত এ সেমিনারে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। এই দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা চলছে। সেখানে সারা বিশ্বে এখন গণহত্যা দিবস পালন করা হয় ৯ ডিসেম্বর। অথচ ওই দিন এমন কোনো ঘটনা ঘটেনি, যা আন্তর্জাতিকভাবে পালিত হতে পারে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমাদের দাবি হচ্ছে, ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৫ মার্চকে বিশ্ব গণহত্যা দিবস হিসেবে পালন করা হোক। কারণ ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে, এক রাতে কয়েক ঘণ্টার মধ্যে এত ব্যাপকসংখ্যক মানুষ আর কোথাও হত্যা করা হয়নি। এ জন্য এটা গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে পারে।’
তিনি আরও জানান, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি রাষ্ট্রদূতের মাধ্যমে জনমত গঠনের জন্য সরকার চেষ্টা করছে। একটা দিবস পালিত হচ্ছে, এটা পরিবর্তন করতে হলে জাতিসংঘে ভোটের প্রয়োজন। সেই জন্য সমস্যা হচ্ছে। অনেকে প্রশ্ন করছে, জাতীয় সংসদে পাস হয়েছে, এখন কার্যকর হচ্ছে না। আমাদের সরকার অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান যে বর্বর গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতির জন্য। এরই মধ্যে শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু কিছু সংস্থা ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে কথা বলছে। তবে এর ভয়াবহতা প্রত্যাশা অনুসারে বলছে না। আশা করি ভবিষ্যতে ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পাব।’
জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে ২৫ মার্চ। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নির্মম হত্যাকাণ্ড চালায়। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস প্রতিবছর ৯ ডিসেম্বর পালিত হয়। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে