দখলদাররা মুখে জয় বাংলা বলে ভবন উঠিয়ে দিয়েছে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১৯: ৩৫
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০: ০৪

ঢাকাকে প্রাচ্যের সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু। কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে একটি বিপথগামী দল তাঁকে হত্যার কারণে ঢাকার উন্নয়ন ২১ বছর ধরে ব্যাহত হয়েছে।

রোববার উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উত্তরা পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে এ কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। 

মেয়র বলেন, এখন যেখানেই যাই রাস্তা, খাল দখলসহ কোন কাজ করতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হয়। দখল এমন পর্যায়ে পৌঁছেছে যে,৬০ ফিট খাল এখন আছে মাত্র ৩ ফিট। কল্যাণপুরে জলাধারের জন্য অধিগ্রহণ করা ১৭৩ একর জমির মধ্যে এখন আছে মাত্র ৩ একর। অসাধুরা খাল দখল করে দশতলা-বিশতলা ভবন নির্মাণ করে বসে আছে জানিয়ে আতিক বলেন, মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ভবন উঠিয়ে দিয়েছে। এসব করেও কোন কাজ হবে না। সবাইকে নিয়ে এই খাল, রাস্তা সবকিছুকে অবৈধ দখল থেকে মুক্ত করা হবে। 

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ নগর গড়তে মেয়র বা কাউন্সিলর কারও একার পক্ষে সম্ভব না। জনসাধারণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। কিশোর বয়স থেকেই বঙ্গবন্ধু মানুষকে সহায়তা করতেন। তাঁর কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। 

মেয়র জানান, আজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও অসহায় ১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল এবং লবণ সংবলিত ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 

আলোচনা সভা শেষে মেয়র দরিদ্র ও অসহায় মানুষের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। অনুষ্ঠানে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের সাংসদ মোহাম্মদ হাবিব হাসান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক মান্নান কচি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত