জুলাই বিপ্লবে শহীদেরা আমাদের জাতীয় বীর: সিআরপি পরিদর্শনে গিয়ে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১: ৫২
Thumbnail image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা আমাদের জাতীয় বীর। তাঁরা কারও দয়ার পাত্র হয়ে থাকুক আমরা তা চাই না।’

গতকাল বৃহস্পতিবার রাতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আহতদের দেখতে এসে ডা. শফিকুর রহমান সাংবাদিক ও উপস্থিত লোকজনের উদ্দেশে এ কথা বলেন। গতকাল রাত ৯টার দিকে তিনি সিআরপিতে আসেন। এ সময় তিনি জুলাই-আগস্ট বিপ্লবে আহত চিকিৎসাধীন লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আহতরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে কিছু করুক। আয় বর্ধনমূলক কাজের সঙ্গে যুক্ত হোক। তাদের পুনর্বাসন হোক। এ জন্য সকবার সহযোগিতা প্রয়োজন।’

জামায়াত-২জামায়াতের আমির বলেন, ‘যেখানেই মানবতার বিপর্যয়, সেখানেই আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের সাধ্যমতো সামান্য কিছু উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি, যা আহতদের চিকিৎসায় কাজে লাগে। আমরা আশা করি, আমাদের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন। তাঁরাও অংশগ্রহণ করবেন। তাতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন আরও ভালো হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই ভবিষ্যতে এমন সরকার আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেক নাগরিক শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত