নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিবকে (২১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি। অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্নের এক রত্ন এই হাসিবুর। তাঁকে গ্রেপ্তার করায় অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
এর আগে অনলাইন প্রচারণার ‘ত্রিরত্নের দুই রত্ন’ আল আমিন সিদ্দিকী ও জোবায়দা সিদ্দিকা নাবিলাকে গ্রেপ্তার করে সিটিটিসি।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।
সিটিটিসির দাবি, ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শ ও মতবাদ প্রচারকারী আইডি জামিল হাসান ও মো. জামসেদ হোসাইন আইডি থেকে তালেবান ও আল-কায়েদা বিষয়ে বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো। এই সংগঠনগুলোর বিভিন্ন সংবাদ প্রচার করা হতো। এই আইডির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা যুক্ত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আনসার আল ইসলামের মতাদর্শের বক্তব্য প্রচার ও দ্রুত শরিয়াহ আইন চালু করতে এই ত্রিরত্ন বিভিন্ন প্রচারণা চালাতেন। হাসিবুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বলেন, ২০১৯ সালের দিকে হাসিবুর রহমান আল-কায়েদা ও আনসার আল ইসলামের মতাদর্শে দীক্ষিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন। এসব লেখার জন্য তিনি ‘আযযাম আল গালিব’ নামে ফেসবুক আইডি খোলেন। এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেসবুক ও টেলিগ্রামে আনসার আল ইসলাম ও আল-কায়েদার সমর্থনে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ফেসবুকে মুয়াহিদ মুসলিম নামে আরও একটি পেজ খোলেন। সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সদস্য সংগ্রহ করতে থাকেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয়।
সিটিটিসি প্রধান আরও বলেন, হাসিবুর রহমান সর্বশেষ আব্দুল্লাহ গালিব আযযাম নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। কারাগারে আটক আনসার আল ইসলামের সদস্যদের জামিনের জন্য তিনি গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করতেন।
গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে টেলিগ্রামে একই মতাদর্শ প্রচারের ‘জায়েদ ইবনে আলী’ ও ‘শাফায়েত মুসান্ন ইসা’ আইডির যোগাযোগ হয়। তাঁরা একত্রে সংগঠনের প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। হাসিবুর রহমান এই দুজনের সঙ্গে আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের তথাকথিত ‘ত্রিরত্ন’-এর প্রধান হিসেবে অনলাইনে উগ্রবাদ প্রচারে নেতৃত্ব দেন।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিবকে (২১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি। অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্নের এক রত্ন এই হাসিবুর। তাঁকে গ্রেপ্তার করায় অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
এর আগে অনলাইন প্রচারণার ‘ত্রিরত্নের দুই রত্ন’ আল আমিন সিদ্দিকী ও জোবায়দা সিদ্দিকা নাবিলাকে গ্রেপ্তার করে সিটিটিসি।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।
সিটিটিসির দাবি, ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শ ও মতবাদ প্রচারকারী আইডি জামিল হাসান ও মো. জামসেদ হোসাইন আইডি থেকে তালেবান ও আল-কায়েদা বিষয়ে বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো। এই সংগঠনগুলোর বিভিন্ন সংবাদ প্রচার করা হতো। এই আইডির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা যুক্ত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আনসার আল ইসলামের মতাদর্শের বক্তব্য প্রচার ও দ্রুত শরিয়াহ আইন চালু করতে এই ত্রিরত্ন বিভিন্ন প্রচারণা চালাতেন। হাসিবুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বলেন, ২০১৯ সালের দিকে হাসিবুর রহমান আল-কায়েদা ও আনসার আল ইসলামের মতাদর্শে দীক্ষিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন। এসব লেখার জন্য তিনি ‘আযযাম আল গালিব’ নামে ফেসবুক আইডি খোলেন। এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেসবুক ও টেলিগ্রামে আনসার আল ইসলাম ও আল-কায়েদার সমর্থনে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ফেসবুকে মুয়াহিদ মুসলিম নামে আরও একটি পেজ খোলেন। সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সদস্য সংগ্রহ করতে থাকেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয়।
সিটিটিসি প্রধান আরও বলেন, হাসিবুর রহমান সর্বশেষ আব্দুল্লাহ গালিব আযযাম নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। কারাগারে আটক আনসার আল ইসলামের সদস্যদের জামিনের জন্য তিনি গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করতেন।
গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে টেলিগ্রামে একই মতাদর্শ প্রচারের ‘জায়েদ ইবনে আলী’ ও ‘শাফায়েত মুসান্ন ইসা’ আইডির যোগাযোগ হয়। তাঁরা একত্রে সংগঠনের প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। হাসিবুর রহমান এই দুজনের সঙ্গে আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের তথাকথিত ‘ত্রিরত্ন’-এর প্রধান হিসেবে অনলাইনে উগ্রবাদ প্রচারে নেতৃত্ব দেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৩১ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৩৭ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে