নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিবকে (২১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি। অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্নের এক রত্ন এই হাসিবুর। তাঁকে গ্রেপ্তার করায় অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
এর আগে অনলাইন প্রচারণার ‘ত্রিরত্নের দুই রত্ন’ আল আমিন সিদ্দিকী ও জোবায়দা সিদ্দিকা নাবিলাকে গ্রেপ্তার করে সিটিটিসি।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।
সিটিটিসির দাবি, ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শ ও মতবাদ প্রচারকারী আইডি জামিল হাসান ও মো. জামসেদ হোসাইন আইডি থেকে তালেবান ও আল-কায়েদা বিষয়ে বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো। এই সংগঠনগুলোর বিভিন্ন সংবাদ প্রচার করা হতো। এই আইডির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা যুক্ত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আনসার আল ইসলামের মতাদর্শের বক্তব্য প্রচার ও দ্রুত শরিয়াহ আইন চালু করতে এই ত্রিরত্ন বিভিন্ন প্রচারণা চালাতেন। হাসিবুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বলেন, ২০১৯ সালের দিকে হাসিবুর রহমান আল-কায়েদা ও আনসার আল ইসলামের মতাদর্শে দীক্ষিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন। এসব লেখার জন্য তিনি ‘আযযাম আল গালিব’ নামে ফেসবুক আইডি খোলেন। এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেসবুক ও টেলিগ্রামে আনসার আল ইসলাম ও আল-কায়েদার সমর্থনে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ফেসবুকে মুয়াহিদ মুসলিম নামে আরও একটি পেজ খোলেন। সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সদস্য সংগ্রহ করতে থাকেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয়।
সিটিটিসি প্রধান আরও বলেন, হাসিবুর রহমান সর্বশেষ আব্দুল্লাহ গালিব আযযাম নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। কারাগারে আটক আনসার আল ইসলামের সদস্যদের জামিনের জন্য তিনি গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করতেন।
গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে টেলিগ্রামে একই মতাদর্শ প্রচারের ‘জায়েদ ইবনে আলী’ ও ‘শাফায়েত মুসান্ন ইসা’ আইডির যোগাযোগ হয়। তাঁরা একত্রে সংগঠনের প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। হাসিবুর রহমান এই দুজনের সঙ্গে আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের তথাকথিত ‘ত্রিরত্ন’-এর প্রধান হিসেবে অনলাইনে উগ্রবাদ প্রচারে নেতৃত্ব দেন।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হাসিবুর রহমান ওরফে আযযাম আল গালিবকে (২১) গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি। অনলাইন জঙ্গিবাদের কথিত ত্রিরত্নের এক রত্ন এই হাসিবুর। তাঁকে গ্রেপ্তার করায় অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা ৮০ শতাংশ কমে আসবে বলে দাবি করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
এর আগে অনলাইন প্রচারণার ‘ত্রিরত্নের দুই রত্ন’ আল আমিন সিদ্দিকী ও জোবায়দা সিদ্দিকা নাবিলাকে গ্রেপ্তার করে সিটিটিসি।
আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী।
সিটিটিসির দাবি, ফেসবুকের মাধ্যমে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শ ও মতবাদ প্রচারকারী আইডি জামিল হাসান ও মো. জামসেদ হোসাইন আইডি থেকে তালেবান ও আল-কায়েদা বিষয়ে বিভিন্ন লেখালেখি প্রকাশ করা হতো। এই সংগঠনগুলোর বিভিন্ন সংবাদ প্রচার করা হতো। এই আইডির সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা যুক্ত ছিলেন।
আসাদুজ্জামান বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আনসার আল ইসলামের মতাদর্শের বক্তব্য প্রচার ও দ্রুত শরিয়াহ আইন চালু করতে এই ত্রিরত্ন বিভিন্ন প্রচারণা চালাতেন। হাসিবুর রহমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বলেন, ২০১৯ সালের দিকে হাসিবুর রহমান আল-কায়েদা ও আনসার আল ইসলামের মতাদর্শে দীক্ষিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি শুরু করেন। এসব লেখার জন্য তিনি ‘আযযাম আল গালিব’ নামে ফেসবুক আইডি খোলেন। এই নামে একটি টেলিগ্রাম চ্যানেল খুলে ফেসবুক ও টেলিগ্রামে আনসার আল ইসলাম ও আল-কায়েদার সমর্থনে লেখালেখি শুরু করেন। পাশাপাশি ফেসবুকে মুয়াহিদ মুসলিম নামে আরও একটি পেজ খোলেন। সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সদস্য সংগ্রহ করতে থাকেন। উগ্রবাদ ছড়ানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি বন্ধ করে দেয়।
সিটিটিসি প্রধান আরও বলেন, হাসিবুর রহমান সর্বশেষ আব্দুল্লাহ গালিব আযযাম নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন। কারাগারে আটক আনসার আল ইসলামের সদস্যদের জামিনের জন্য তিনি গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ করতেন।
গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে টেলিগ্রামে একই মতাদর্শ প্রচারের ‘জায়েদ ইবনে আলী’ ও ‘শাফায়েত মুসান্ন ইসা’ আইডির যোগাযোগ হয়। তাঁরা একত্রে সংগঠনের প্রচার প্রচারণা, সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন। হাসিবুর রহমান এই দুজনের সঙ্গে আনসার আল ইসলামের মতাদর্শ প্রচারের তথাকথিত ‘ত্রিরত্ন’-এর প্রধান হিসেবে অনলাইনে উগ্রবাদ প্রচারে নেতৃত্ব দেন।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৮ ঘণ্টা আগে