নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’
নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আর এর জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২১ হাজার জনবল নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির মেয়র মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস। আজ বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন দুই মেয়র।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য আজ সাড়ে তিন শতাধিক যান ও যন্ত্রপাতি কাজ করবে। পাশাপাশি বর্জ্য অপসারণে ১০ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। আগামীকালও তাঁরা কাজ করবেন। তবে আমি নগরবাসীকে অনুরোধ করব, তৃতীয় দিনে যাতে তাঁরা কোরবানি না দেন। দুই দিনের মধ্যেই তা শেষ করেন। গতবারের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য পরিষ্কার পরিষ্কার করা হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারেন আমাদের এলাকাবাসী। আমি তাঁদের অনুরোধ করব, আপনারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। বর্জ্য অপসারণের জন্য আমাদের ২১ হাজার জনবল কাজ করবে। আমাদের কন্ট্রোলরুম আছে, সেখানকার নম্বরে কল দিলে সিটি করপোরেশনের কর্মীরা গিয়ে তা পরিষ্কার করবে।’
এদিকে ডেঙ্গু প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘অনেকেই কোরবানি দিয়ে বাড়ি চলে যাবেন। আমি তাঁদের অনুরোধ করব, ঘরের কোনো পাত্রে যাতে পানি জমতে না পারে, সে জন্য সেগুলো উল্টে রেখে যাবেন। বাড়ির ছাদে ও সামনে যেকোনো পাত্রে পানি জমতে পারে, সেগুলো উল্টে রেখে যাবেন। এখন ডেঙ্গুর প্রকোপ চলছে, আমরা সবাই যাতে সচেতন থাকি।’
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে