নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। এ কারণেই তিনি ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে সংযোজন করেন।
আজ শনিবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশ ও ভারতের অসংখ্য জনপদ বৌদ্ধ ধর্ম, দর্শন, ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় স্মৃতি বহন করছে বলেও উল্লেখ করেন তিনি।
সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে ‘বুদ্ধিজম অ্যান্ড বুদ্ধিস্ট হেরিটেজ অব বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ২০২১’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী। এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, ‘আজকের সেমিনার এই অঞ্চলের অনেক অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে গভীরভাবে জানার সুযোগ করে দেবে। আগামী প্রজন্মের সভ্যতা জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই সেমিনার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটি প্রশংসনীয় উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।’
পাল বৌদ্ধ রাজারা উপমহাদেশে প্রায় চারশ বছর শাসন করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে তাঁদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ব জগৎকে আলোকিত করেছিলেন। আজও তা মানবজাতিকে প্রভাবিত করে চলছে।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘কালের প্রবাহে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বৌদ্ধ সভ্যতার কৃষ্টি ও সংস্কৃতি উপমহাদেশে মাটির নিচে চাপা পড়ে গেছে। আজ মাটি খুঁড়লেই এসব বৌদ্ধ ঐতিহ্য বেরিয়ে আসছে।’ এসব ঐতিহাসিক সভ্যতার নিদর্শনের ওপর গবেষণা চালিয়ে যাওয়া জাতীয় শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশের অসারতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন।-বলেও মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
জাতির পিতা সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। এ কারণেই তিনি ধর্মনিরপেক্ষতাকে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে সংযোজন করেন।
আজ শনিবার বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশ ও ভারতের অসংখ্য জনপদ বৌদ্ধ ধর্ম, দর্শন, ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় স্মৃতি বহন করছে বলেও উল্লেখ করেন তিনি।
সকালে রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে ‘বুদ্ধিজম অ্যান্ড বুদ্ধিস্ট হেরিটেজ অব বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া ২০২১’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী। এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।
প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, ‘আজকের সেমিনার এই অঞ্চলের অনেক অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যকে গভীরভাবে জানার সুযোগ করে দেবে। আগামী প্রজন্মের সভ্যতা জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই সেমিনার সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটি প্রশংসনীয় উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হবে।’
পাল বৌদ্ধ রাজারা উপমহাদেশে প্রায় চারশ বছর শাসন করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তাঁরা বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে তাঁদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্ব জগৎকে আলোকিত করেছিলেন। আজও তা মানবজাতিকে প্রভাবিত করে চলছে।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘কালের প্রবাহে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বৌদ্ধ সভ্যতার কৃষ্টি ও সংস্কৃতি উপমহাদেশে মাটির নিচে চাপা পড়ে গেছে। আজ মাটি খুঁড়লেই এসব বৌদ্ধ ঐতিহ্য বেরিয়ে আসছে।’ এসব ঐতিহাসিক সভ্যতার নিদর্শনের ওপর গবেষণা চালিয়ে যাওয়া জাতীয় শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত দেশের অসারতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে ধর্ম নিরপেক্ষতাকে সংযোজন করেছিলেন।-বলেও মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে