রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
১৪টি কালো ভালুক দিব্যি ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। কে না জানে, এই পার্কটির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। ভালুক কিন্তু এ দেশে মহা বিপণ্ন প্রাণী।
নানা জায়গায় অভিযান চালিয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কালো ভালুকগুলো উদ্ধার করে। পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে। সেখানে ৯টি পুরুষ ও ৫টি নারী ভালুক দিব্যি হেসেখেলে বেড়াচ্ছে।
ভালুকের রয়েছে নানা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো পার্কে আসা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নিতে পারে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা ভালুক দেখে খুবই আনন্দ পায়।
কালো ভালুকের কাঁধে কুচক আছে। হাঁটার সময় মানুষের মতোই দুই পায়ে হাঁটে, সামনের দুই পা ওপরে তুলে রাখে। প্রচণ্ড ঘাণশক্তি এদের। এরা খাবার সংগ্রহে ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে।
এরা হিংস্র হয়ে ওঠে প্রজননের সময়। বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মা ভালুক বড় একটা গর্ত তৈরি করে নেয়। শাবককে সেই গর্তে রেখে দেয়। বাচ্চাটা এত ছোট থাকে যে তার শরীরে পশম গজায় না, চোখ ফোটে না। এ সময় পুরুষ ভালুককে গর্তের কাছেও ঘেঁষতে দেয় না মা ভালুক। মা ভালুক নিজেই শাবকের পরিচর্যা করে থাকে।
কালো ভালুক উচ্চতায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শরীরের দৈর্ঘ্যের দিক দিয়ে ১৭০ সেন্টিমিটার বা ক্ষেত্র বিশেষ কমবেশি হয়ে থাকে। লেজ সাধারণত ৮ থেকে ১২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বেশির ভাগ পুরুষ ভালুক স্ত্রীর চেয়ে বেশি বড় হয়। কালো ভালুকের দেহের সঙ্গে মিলিয়ে রয়েছে বড় বড় কান, পায়ে বড় বড় নখ। এই নখ গাছে উঠতে সাহায্য করে। এ জন্য এরা সহজে গাছে উঠে খুনসুটি করতে পারে।
মুক্ত থাকলে ভালুক হরিণ, খরগোশ, মাছ খায়। বিভিন্ন গাছের বাকল খায়। তবে বঙ্গবন্ধু সাফারি পার্কে মাংস দেওয়া হয় না ভালুককে। এখানে খাদ্য বলতে সবজি। মাংস খেলে নাকি ভালুক হিংস্র হয়ে যায়, তাই মিষ্টিকুমড়া, শসা, গাজর, মিষ্টি আলু, কলা, আপেল ও রুটির সঙ্গে মধু মিশিয়ে তৈরি করা হয়েছে খাদ্যতালিকা। এরা মধু খেতে বেশি পছন্দ করে। তার জন্য পার্কের ভেতর গাছের মধ্যে মৌচাক ভেঙে মধু খায় ওরা।
কথাগুলো জানা গেল সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানের কাছ থেকে।
সাফারি পার্কের দর্শনার্থীরা ভালুক দেখে আনন্দ পান। ভালুকবেষ্টনীতে ঢুকলেই ভালুকগুলো দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। কোনো সময় বেষ্টনীর ভেতর খালি মাঠে বসে ওরা খাবার খায়। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছের মগডালে বসে খুনসুটি করে। গাছের ডালে শুয়ে ঘুমায়।
সাধারণত চিড়িয়াখানায় হিংস্র প্রাণী থাকে খাঁচায় বন্দী, মানুষ মুক্ত থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হিংস্র প্রাণীগুলো সাফারি পার্কবেষ্টনীতে মুক্ত থাকে, আর দর্শনার্থীরা গাড়ির ভেতর থাকেন বন্দী। তাই কালো ভালুক দেখতে হলে থাকতে হবে গাড়িতে বন্দী, দেখতে হবে মুক্ত ভালুক!
১৪টি কালো ভালুক দিব্যি ঘুরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। কে না জানে, এই পার্কটির অবস্থান গাজীপুরের শ্রীপুরে। ভালুক কিন্তু এ দেশে মহা বিপণ্ন প্রাণী।
নানা জায়গায় অভিযান চালিয়ে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট কালো ভালুকগুলো উদ্ধার করে। পরে হস্তান্তর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে। সেখানে ৯টি পুরুষ ও ৫টি নারী ভালুক দিব্যি হেসেখেলে বেড়াচ্ছে।
ভালুকের রয়েছে নানা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো পার্কে আসা দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নিতে পারে। বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা ভালুক দেখে খুবই আনন্দ পায়।
কালো ভালুকের কাঁধে কুচক আছে। হাঁটার সময় মানুষের মতোই দুই পায়ে হাঁটে, সামনের দুই পা ওপরে তুলে রাখে। প্রচণ্ড ঘাণশক্তি এদের। এরা খাবার সংগ্রহে ঘ্রাণশক্তির ওপর নির্ভর করে।
এরা হিংস্র হয়ে ওঠে প্রজননের সময়। বাচ্চা জন্ম নেওয়ার পরপরই মা ভালুক বড় একটা গর্ত তৈরি করে নেয়। শাবককে সেই গর্তে রেখে দেয়। বাচ্চাটা এত ছোট থাকে যে তার শরীরে পশম গজায় না, চোখ ফোটে না। এ সময় পুরুষ ভালুককে গর্তের কাছেও ঘেঁষতে দেয় না মা ভালুক। মা ভালুক নিজেই শাবকের পরিচর্যা করে থাকে।
কালো ভালুক উচ্চতায় ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। শরীরের দৈর্ঘ্যের দিক দিয়ে ১৭০ সেন্টিমিটার বা ক্ষেত্র বিশেষ কমবেশি হয়ে থাকে। লেজ সাধারণত ৮ থেকে ১২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। বেশির ভাগ পুরুষ ভালুক স্ত্রীর চেয়ে বেশি বড় হয়। কালো ভালুকের দেহের সঙ্গে মিলিয়ে রয়েছে বড় বড় কান, পায়ে বড় বড় নখ। এই নখ গাছে উঠতে সাহায্য করে। এ জন্য এরা সহজে গাছে উঠে খুনসুটি করতে পারে।
মুক্ত থাকলে ভালুক হরিণ, খরগোশ, মাছ খায়। বিভিন্ন গাছের বাকল খায়। তবে বঙ্গবন্ধু সাফারি পার্কে মাংস দেওয়া হয় না ভালুককে। এখানে খাদ্য বলতে সবজি। মাংস খেলে নাকি ভালুক হিংস্র হয়ে যায়, তাই মিষ্টিকুমড়া, শসা, গাজর, মিষ্টি আলু, কলা, আপেল ও রুটির সঙ্গে মধু মিশিয়ে তৈরি করা হয়েছে খাদ্যতালিকা। এরা মধু খেতে বেশি পছন্দ করে। তার জন্য পার্কের ভেতর গাছের মধ্যে মৌচাক ভেঙে মধু খায় ওরা।
কথাগুলো জানা গেল সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খানের কাছ থেকে।
সাফারি পার্কের দর্শনার্থীরা ভালুক দেখে আনন্দ পান। ভালুকবেষ্টনীতে ঢুকলেই ভালুকগুলো দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। কোনো সময় বেষ্টনীর ভেতর খালি মাঠে বসে ওরা খাবার খায়। কখনো বেষ্টনীর ভেতর থাকা বিভিন্ন গাছের মগডালে বসে খুনসুটি করে। গাছের ডালে শুয়ে ঘুমায়।
সাধারণত চিড়িয়াখানায় হিংস্র প্রাণী থাকে খাঁচায় বন্দী, মানুষ মুক্ত থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হিংস্র প্রাণীগুলো সাফারি পার্কবেষ্টনীতে মুক্ত থাকে, আর দর্শনার্থীরা গাড়ির ভেতর থাকেন বন্দী। তাই কালো ভালুক দেখতে হলে থাকতে হবে গাড়িতে বন্দী, দেখতে হবে মুক্ত ভালুক!
সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ পূর্তি হয়েছে আজ রোববার (২৪ নভেম্বর)। কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শ্রমিকরা।
২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
২৪ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
২৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
৩৭ মিনিট আগে