উত্তরা ও কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে র্যাব-পুলিশ। উত্তরা এলাকা থেকে কাউকে গ্রেপ্তারের খবর না পাওয়া গেলেও যাত্রাবাড়ী থেকে ১৫ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়। আজ শুক্রবারও চলছে তল্লাশি।
র্যাব ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, উত্তরার বিএনএস সেন্টারে সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে, ঢাকা-আশুলিয়া মহাসড়কের ধউর চেকপোস্ট ও উত্তরার কামারপাড়া এলাকায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশির কার্যক্রম দেখা যায়।
এ ছাড়া উত্তরখানের তেরমুখ ব্রিজ, দক্ষিণখানের আজমপুর, আবদুল্লাহপুর রেলগেট, কসাইবাড়ী, হাজি ক্যাম্প, বিমানবন্দরের জসীমউদ্দীন পাকার মাথা, আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ এলাকায় গতকাল রাত থেকে তল্লাশি কার্যক্রম শুরু হয়, যা আজও চলছে।
এ ছাড়া খিলক্ষেতের ৩০০ ফুট এলাকায়ও র্যাব-পুলিশের চেকপোস্ট লক্ষ করা গেছে।
র্যাব ও পুলিশ সূত্র বলছে, পল্টনে আগামীকাল (শনিবার) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
গতকাল রাতে উত্তরখান থানার একজন উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় কোনো অফিসার নেই। সবাই বেরিয়ে গেছেন। বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, যেন মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।’
চেকপোস্টগুলোয় ঘুরে দেখা যায়, সন্দেহজনক প্রতিটি দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।
আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে নিরাপত্তা তল্লাশি বসিয়েছে র্যাব-১। সেখানে কর্মরত ডিএডি এফ এম ইমতিয়াজ আলী আজকের পত্রিকা বলেন, ‘আমাদের কার্যক্রম সকাল থেকেই চলছে। কিন্তু পালাবদল হয়ে আমি দুপুর থেকে তল্লাশি চালাচ্ছি। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডিএডি ইমতিয়াজ আলী বলেন, ‘তল্লাশির আওতায় প্রাইভেট কার, মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা, বাস ও মোটরসাইকেল রয়েছে। র্যাব-১-এর পক্ষ থেকে ৩০০ ফুট এলাকা ও মহাখালীর আমতলী এলাকাতেও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।’
উত্তরার বিএনএস সেন্টারের সামনের চেকপোস্টে কর্মরত উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকার প্রবেশমুখে রেগুলার চেকপোস্ট পরিচালনা করি। আজও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত চেকপোস্ট থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয় নাই।’
তিনি বলেন, ‘বাস, প্রাইভেট কার, মাইক্রো ও মোটরসাইকেল যখন যেটি সন্দেহ হয় সেটি তল্লাশি করছি।’
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘তেরমুখ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কিন্তু গতকাল রাতে (বৃহস্পতিবার দিবাগত রাতে) আমরা পাঁচজনকে আটক করেছিলাম।’
উত্তরার বিভিন্ন চেকপোস্ট থেকে ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট আটকের বিষয়ে জানতে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম ও উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহিন মির্জার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা ও খুদে বার্তা পাঠিয়েও তাঁদের পাওয়া যায়নি।
এদিকে আজ বেলা ৩টা থেকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যদের গাড়ি তল্লাশি করতে দেখা গেছে। এ সময় বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ যানবাহন থামিয়ে মানুষের দেহ ও ব্যাগ তল্লাশি করতে দেখা যায়। তখন অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিশেষ করে ঢাকামুখী প্রবেশের দূরপাল্লার আন্তজেলার বাসগুলোয় বেশি তল্লাশি করা হয়। শুধু তা-ই নয়, এখানে পথচারীদেরও তল্লাশি করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা কমে গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘এ অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যাদের সন্দেহ হয়, তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে।’
রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে র্যাব-পুলিশ। উত্তরা এলাকা থেকে কাউকে গ্রেপ্তারের খবর না পাওয়া গেলেও যাত্রাবাড়ী থেকে ১৫ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু হয়। আজ শুক্রবারও চলছে তল্লাশি।
র্যাব ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, উত্তরার বিএনএস সেন্টারে সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে, ঢাকা-আশুলিয়া মহাসড়কের ধউর চেকপোস্ট ও উত্তরার কামারপাড়া এলাকায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশির কার্যক্রম দেখা যায়।
এ ছাড়া উত্তরখানের তেরমুখ ব্রিজ, দক্ষিণখানের আজমপুর, আবদুল্লাহপুর রেলগেট, কসাইবাড়ী, হাজি ক্যাম্প, বিমানবন্দরের জসীমউদ্দীন পাকার মাথা, আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ এলাকায় গতকাল রাত থেকে তল্লাশি কার্যক্রম শুরু হয়, যা আজও চলছে।
এ ছাড়া খিলক্ষেতের ৩০০ ফুট এলাকায়ও র্যাব-পুলিশের চেকপোস্ট লক্ষ করা গেছে।
র্যাব ও পুলিশ সূত্র বলছে, পল্টনে আগামীকাল (শনিবার) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই বিশেষ তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
গতকাল রাতে উত্তরখান থানার একজন উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় কোনো অফিসার নেই। সবাই বেরিয়ে গেছেন। বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, যেন মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।’
চেকপোস্টগুলোয় ঘুরে দেখা যায়, সন্দেহজনক প্রতিটি দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।
আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে নিরাপত্তা তল্লাশি বসিয়েছে র্যাব-১। সেখানে কর্মরত ডিএডি এফ এম ইমতিয়াজ আলী আজকের পত্রিকা বলেন, ‘আমাদের কার্যক্রম সকাল থেকেই চলছে। কিন্তু পালাবদল হয়ে আমি দুপুর থেকে তল্লাশি চালাচ্ছি। পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
ডিএডি ইমতিয়াজ আলী বলেন, ‘তল্লাশির আওতায় প্রাইভেট কার, মাইক্রো, সিএনজিচালিত অটোরিকশা, বাস ও মোটরসাইকেল রয়েছে। র্যাব-১-এর পক্ষ থেকে ৩০০ ফুট এলাকা ও মহাখালীর আমতলী এলাকাতেও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।’
উত্তরার বিএনএস সেন্টারের সামনের চেকপোস্টে কর্মরত উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঢাকার প্রবেশমুখে রেগুলার চেকপোস্ট পরিচালনা করি। আজও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত চেকপোস্ট থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয় নাই।’
তিনি বলেন, ‘বাস, প্রাইভেট কার, মাইক্রো ও মোটরসাইকেল যখন যেটি সন্দেহ হয় সেটি তল্লাশি করছি।’
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘তেরমুখ ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কিন্তু গতকাল রাতে (বৃহস্পতিবার দিবাগত রাতে) আমরা পাঁচজনকে আটক করেছিলাম।’
উত্তরার বিভিন্ন চেকপোস্ট থেকে ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট আটকের বিষয়ে জানতে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম ও উত্তরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহিন মির্জার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা ও খুদে বার্তা পাঠিয়েও তাঁদের পাওয়া যায়নি।
এদিকে আজ বেলা ৩টা থেকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যদের গাড়ি তল্লাশি করতে দেখা গেছে। এ সময় বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ যানবাহন থামিয়ে মানুষের দেহ ও ব্যাগ তল্লাশি করতে দেখা যায়। তখন অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিশেষ করে ঢাকামুখী প্রবেশের দূরপাল্লার আন্তজেলার বাসগুলোয় বেশি তল্লাশি করা হয়। শুধু তা-ই নয়, এখানে পথচারীদেরও তল্লাশি করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা কমে গেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘এ অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। যাদের সন্দেহ হয়, তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। যারা নির্দোষ তাদের ছেড়ে দেওয়া হবে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে