নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনে আটকে পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এখন পর্যন্ত তাঁদের ধারণা, ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। পরে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।
মরদেহ উদ্ধারে বিষয়ে জানা যায়, সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই ফ্লোরে মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ।
এদিকে শ্যামলীর মিরপুর রোডের ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাত ২ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিটকে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট।
রাজধানীর শ্যামলীর মিরপুর রোডে ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের ১৯ তলা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ভবনে আটকে পড়া ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জন নারী ও ১৮ জন পুরুষ।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এখন পর্যন্ত তাঁদের ধারণা, ভবনের ডার্ক লাইনে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। পরে আগুন তার বেয়ে ওপরের দিকে উঠে গেছে।
মরদেহ উদ্ধারে বিষয়ে জানা যায়, সপ্তম তলায় আগুনের সূত্রপাত হলেও ১৯ তলা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ফ্লোরে নিপা ফার্মাসিটিক্যালস ও ডেটা সফটওয়্যার নামে দুটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এই ফ্লোরে মরদেহটি পড়ে ছিল। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, ধোয়ায় নিশ্বাস বন্ধ হয়ে তিনি মারা গিয়ে থাকতে পারেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ।
এদিকে শ্যামলীর মিরপুর রোডের ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনের আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, রাত ২ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করতে হয়েছে ১৮টি ইউনিটকে।
বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলাতে আগুন লাগে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২১ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে