জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আইরিন আক্তার।
আজ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।
জাবি শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাহী পরিষদ নির্বাচনে সর্বমোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর মধ্যে গণিত বিভাগের অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ ১৫৭ ভোট পেয়েছেন এবং পদার্থবিজ্ঞান অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার ৮০ ভোট পেয়েছেন।
অধ্যাপক আইরিন আক্তার ও অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
এ ছাড়া নির্বাচনে সহসভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।
বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষক সমিতির নির্বাচিত পরিষদের সভাপতি অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রায়হান শরীফ, নির্বাহী সদস্য আবু সাইদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, আমিনুর রহমান খান, নাহিদ আখতার, বোরহান উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।
অন্যদিকে সমিতির নির্বাচিত পরিষদের সহসভাপতি অধ্যাপক মো. এমরান জাহান, নির্বাহী সদস্য লুৎফুল এলাহী, আমিনা ইসলাম, মোহাম্মদ মাহাবুবুর রহমান, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. আবদুস সবুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তবে এ নির্বাচনে মো. আবদুস সবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আইরিন আক্তার।
আজ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।
জাবি শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাহী পরিষদ নির্বাচনে সর্বমোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর মধ্যে গণিত বিভাগের অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ ১৫৭ ভোট পেয়েছেন এবং পদার্থবিজ্ঞান অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার ৮০ ভোট পেয়েছেন।
অধ্যাপক আইরিন আক্তার ও অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
এ ছাড়া নির্বাচনে সহসভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।
বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষক সমিতির নির্বাচিত পরিষদের সভাপতি অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রায়হান শরীফ, নির্বাহী সদস্য আবু সাইদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, আমিনুর রহমান খান, নাহিদ আখতার, বোরহান উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।
অন্যদিকে সমিতির নির্বাচিত পরিষদের সহসভাপতি অধ্যাপক মো. এমরান জাহান, নির্বাহী সদস্য লুৎফুল এলাহী, আমিনা ইসলাম, মোহাম্মদ মাহাবুবুর রহমান, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. আবদুস সবুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তবে এ নির্বাচনে মো. আবদুস সবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন।
সনদ জালিয়াতি করে চাকরি নেওয়ার অভিযোগ ওঠা চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এবার পদোন্নতি পাচ্ছেন। তাঁকে ঢাকা বা চট্টগ্রামে বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদোন্নতির সুপারিশ করেছেন খোদ চট্টগ্রামের বিদায়ী সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। গত ১৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচাল
২১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলায় মুসল্লিদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জোবায়েরপন্থীরা। বিক্ষোভ ও অবরোধের কারণে গতকাল বুধবার দিনভর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।
২৪ মিনিট আগেমাগুরার শ্রীপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এক যুগের বেশি সময় ধরে পাটখড়ি পুড়িয়ে ছাই ও কয়লা তৈরির (চারকোল) একটি কারখানা চলছে। উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল গ্রামে লা রিগো নামের এই কারখানাটির পাটখড়ি পোড়ানো ধোঁয়া ও ছাইতে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এতে স্বাস্থ্যগত নানা সমস্
৩০ মিনিট আগেকয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। উত্তরের এই জেলায় গতকাল বুধবার তাপমাত্রা ৮ সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। এদিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন।
১ ঘণ্টা আগে