নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবাদীরা। আজ রোববার দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে পরিবেশ কর্মী রফিউর রাব্বি বলেন, ‘যাদের কোমরে জোর রয়েছে তারাই নদী দখল করে। শীতলক্ষার তীরের ডাইং কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এক সময় বিশুদ্ধ পানির নদী হিসেবে শীতলক্ষ্যা বিখ্যাত ছিল। ওষুধ তৈরির জন্য শীতলক্ষ্যা নদীর পানি ইউরোপে নিয়ে যাওয়া হতো। বোতলের গায়ে লেখা থাকতো ‘পিওর লক্ষা ওয়াটার’। কিন্তু দখলে দূষণে আজকে শীতলক্ষ্যা নদী বিপন্ন।’
এই পরিবেশ কর্মী আরও বলেন, ‘একদিকে শিল্প কারখানার বর্জ্য অন্যদিকে নারায়ণগঞ্জ শহর, ডিএনডি এলাকাসহ শীতলক্ষ্যা নদীর তীরের সব গৃহস্থালি বর্জ্য অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। এ অবস্থার অবসান করা না গেলে শীতলক্ষার পানি অচিরেই শোধন করেও ব্যবহার করা যাবে না। বর্তমানে বছরে সাত-আট মাস শীতলক্ষ্যা নদীর পানি ব্যবহারের অনুপযুক্ত থাকছে।’
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, নদী বিশেষজ্ঞরা বাংলাদেশে মোট ১২৬টি নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর মধ্যে আন্তর্দেশীয় ৫৭ টির মধ্যে ৫৪টি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের প্রতিবেশী দেশ এসব নদীতে বাঁধ দিয়ে প্রবাহ বাধাগ্রস্ত করেছে। দখল-দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌপথ ধ্বংস হয়ে যাচ্ছে।
মানববন্ধনে জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক সভাপতিত্বে ও শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা গণসংহতির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।
শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা ফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিবেশবাদীরা। আজ রোববার দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে পরিবেশ কর্মী রফিউর রাব্বি বলেন, ‘যাদের কোমরে জোর রয়েছে তারাই নদী দখল করে। শীতলক্ষার তীরের ডাইং কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। সারা পৃথিবীতে এক সময় বিশুদ্ধ পানির নদী হিসেবে শীতলক্ষ্যা বিখ্যাত ছিল। ওষুধ তৈরির জন্য শীতলক্ষ্যা নদীর পানি ইউরোপে নিয়ে যাওয়া হতো। বোতলের গায়ে লেখা থাকতো ‘পিওর লক্ষা ওয়াটার’। কিন্তু দখলে দূষণে আজকে শীতলক্ষ্যা নদী বিপন্ন।’
এই পরিবেশ কর্মী আরও বলেন, ‘একদিকে শিল্প কারখানার বর্জ্য অন্যদিকে নারায়ণগঞ্জ শহর, ডিএনডি এলাকাসহ শীতলক্ষ্যা নদীর তীরের সব গৃহস্থালি বর্জ্য অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। এ অবস্থার অবসান করা না গেলে শীতলক্ষার পানি অচিরেই শোধন করেও ব্যবহার করা যাবে না। বর্তমানে বছরে সাত-আট মাস শীতলক্ষ্যা নদীর পানি ব্যবহারের অনুপযুক্ত থাকছে।’
মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, নদী বিশেষজ্ঞরা বাংলাদেশে মোট ১২৬টি নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছে। এর মধ্যে আন্তর্দেশীয় ৫৭ টির মধ্যে ৫৪টি ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমাদের প্রতিবেশী দেশ এসব নদীতে বাঁধ দিয়ে প্রবাহ বাধাগ্রস্ত করেছে। দখল-দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌপথ ধ্বংস হয়ে যাচ্ছে।
মানববন্ধনে জেলা বাপার সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক সভাপতিত্বে ও শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, জেলা গণসংহতির নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১৩ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১৮ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে