নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তখনও ভোরের আলো ফোটেনি। বাবা-মার ওপর অভিমান করে ছোট্ট মেয়েটি বাসা থেকে পালিয়ে আসে চন্দ্রা মোড় থেকে সোজা মহাখালী বাস টার্মিনাল। এর আগে কখনো সে ঢাকা আসেনি। ফলে বাস থেকে নেমেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মহাখালী ট্রাফিক জোনের পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজত নেয়।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, ‘রোববার সকালের দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মেয়েটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় একজন পথচারী দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে জানান। তখন মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসা হয়।’
মেয়েটি পুলিশকে জানায়, তার নাম সানজিদা আক্তার রিমি। বয়স ১৩ বছর। বাড়ি গাজীপুরে কালিয়াকৈরে। পুলিশের সদস্যরা বলেন, তার বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক অফিসে আসেন। মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাঁদের কাউন্সেলিং করা হয়েছে। বাবা লিখিত মুচলেকা দিয়ে মেয়েটিকে নিয়ে গেছেন।
তখনও ভোরের আলো ফোটেনি। বাবা-মার ওপর অভিমান করে ছোট্ট মেয়েটি বাসা থেকে পালিয়ে আসে চন্দ্রা মোড় থেকে সোজা মহাখালী বাস টার্মিনাল। এর আগে কখনো সে ঢাকা আসেনি। ফলে বাস থেকে নেমেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে মহাখালী ট্রাফিক জোনের পুলিশ কর্মকর্তারা তাকে হেফাজত নেয়।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, ‘রোববার সকালের দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে মেয়েটিকে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে বাসে তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় একজন পথচারী দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টকে জানান। তখন মেয়েটিকে মহাখালী ট্রাফিক জোন অফিসে নিয়ে আসা হয়।’
মেয়েটি পুলিশকে জানায়, তার নাম সানজিদা আক্তার রিমি। বয়স ১৩ বছর। বাড়ি গাজীপুরে কালিয়াকৈরে। পুলিশের সদস্যরা বলেন, তার বাবা-মার মোবাইল নম্বর সংগ্রহ করে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। বাবা-মা ঢাকায় পৌঁছানোর পর মহাখালী ট্রাফিক অফিসে আসেন। মেয়েকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বাবা-মা এবং সন্তানের মাঝে যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে তাঁদের কাউন্সেলিং করা হয়েছে। বাবা লিখিত মুচলেকা দিয়ে মেয়েটিকে নিয়ে গেছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে