Ajker Patrika

সাঈদ খোকনকে মেডিকেল কলেজের সভাপতি নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৫৪
সাঈদ খোকনকে মেডিকেল কলেজের সভাপতি নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট 

সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল জারি করেন। শিক্ষাসচিব ও সাঈদ খোকনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ওই রিট করেন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্ত আছে সংসদ সদস্যরা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকনকে কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত