কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
ফাল্গুনের বিকেল রাঙিয়ে শেষ হয়ে গেল অমর একুশে বইমেলার এবারের আসর। অপ্রত্যাশিত কোনো চিঠি একদিনের জন্যও বন্ধ করতে পারেনি বইমেলার প্রবেশদ্বার। নিরাপত্তা বাড়িয়ে পাঠক–দর্শকদের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। শেষ বিকেলে নতুন পুরোনো লেখক ও পাঠক সবাই বাড়ি ফিরেছেন নিরাপদে, ভবিষ্যতে আবার মেলায় আসার প্রত্যাশা নিয়ে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেষ দিনেও পাঠক–দর্শকদের উপচে পরা ভিড় ছিল মেলা প্রাঙ্গণে। বইমেলায় ঢোকার প্রতিটি গেটে শেষ দিনের ভিড় ছিল চোখে পরার মতো। এর শুরু হয়েছিল শাহবাগ থেকে। মানুষের স্রোতের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবুও সবার চোখেমুখে একটা তৃপ্তি আর খুশির ছাপ। ভিড় ঠেলে মেলায় ঢুকতেই চোখে পড়ল স্টল লিস্টের সামনে পরিচিত ভিড়। তালিকায় নির্দিষ্ট স্টলের নাম আর অবস্থান দেখে নিয়ে সবাই ছড়িয়ে পড়ছে যে যার মতো।
শেষ বেলায় হয়তো অনেক পাঠকেরই মনে পড়েছে তালিকার কোনো একটি বই কেনা বাকি রয়ে গেছে। সেটি সংগ্রহ করতে ছুটে এসেছিলেন অনেকে। অনেকেই এসেছিলেন এ বছরের মেলার শেষ বিকেলের আমেজ গায়ে মাখতে। রাজশাহী থেকে চার বন্ধু বইমেলায় এসেছিলেন সোমবার রাতে। উঠেছিলেন ঢাকায় আর এক বন্ধুর বাড়িতে। শেষ দিনে তাঁরা কিনেছেন বারোটি বই। এই চার বন্ধুর একজন লিমন সরকার। তিনি বললেন, ‘এত দিন সবার একসঙ্গে সময় মেলেনি। তাই একেবারে শেষের দিন আসতে হলো। আমরা কী কী বই কিনব তার তালিকা করে তারপরই এসেছি।’
মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ছিল সাহিত্যিকদের আড্ডা, তাঁদের জীবনের কথা নিয়ে আয়োজন, বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনেক পাঠক তাঁদের প্রিয় লেখককে স্মরণ করেছেন মনে মনে। কাগজের দামের কারণে বইয়ের দাম বেড়ে যাওয়া পাঠককে আটকে রাখতে পারেনি প্রিয় লেখকের বা প্রিয় বিষয়ে প্রকাশিত নতুন বই কেনা থেকে।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ের মোট ৩ হাজার ৭৩০টি বই। বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট কবিতার বই প্রকাশিত হয়েছে ১ হাজার ২৪৭ টি, এবারে গল্পের বই প্রকাশিত হয়েছে ৪৬৬ টি, উপন্যাস ৫০৩ টি, প্রবন্ধের বই ১৯৭ টি, ইতিহাস বিষয়ক বই ৮৭ টি, বিভিন্ন বিষয়ে গবেষণার বই ৭৫ টি, বিজ্ঞান বিষয়ক বই ৫১ টি, অনুবাদ বই ৬৯ টি, রাজনীতি বিষয়ক বই ৩৩ টি, জীবনী ১২৮ টি, রচনাবলী ৪৩ টি, নাটক ৫৪ টি, ভ্রমণবিষয়ক বই ৬৭ টি, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক বই ৩৩ টি, রম্য ও ধাঁধা বিষয়ক বই ২২ টি, ধর্মীয় বই ৫৫ টি, অভিধান ১৩ টি, সায়েন্স ফিকশন ও গোয়েন্দা কাহিনি ৪৬ টি। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশিত হয়েছে ৮০ টি, বঙ্গবন্ধু বিষয়ক বই প্রকাশিত হয়েছে ৩৫টি এবং অন্যান্য বিষয়ে মোট ২৬৬টি বই প্রকাশিত হয়েছে।
প্রতিবারের মতো এবারের বইমেলায় শিশুদের জন্য ছিল শিশু প্রহর। এ আয়োজনে সিসিমপুরের ইকড়ি, শিকু, হালুম আর টুকটুকি প্রতি শুক্র আর শনিবার তিন বেলা বিনোদন দিয়েছে শিশুদের। শুধু আয়োজন উপভোগ করেই নয়, বই কিনে বাড়ি ফিরেছে শিশুরা। মেলায় তাদের জন্য শিশুতোষ বই প্রকাশিত হয়েছিল ৭৯টি আর ছড়ার বই ৮১ টি।
বাংলা একাডেমি জানিয়েছে, এবার মেলায় আনুমানিক ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। বাংলা একাডেমি নিজেদের বই বিক্রি করেছে ১ কোটি ২৪ লাখ টাকার।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার–২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার–২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হয়। ক্যারোলিন রাইট ও জসিম মল্লিককে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার–২০২২ এবং কবি মোহাম্মদ রফিক-কে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার–২০২৩ দেওয়া হয়।
এ ছাড়া ২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য আগামী প্রকাশনী-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৩, ২০২২ সালে প্রকাশিত বইয়ের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে আহমদ রফিক রচিত ‘বিচ্ছিন্ন ভাবনা’ প্রকাশের জন্য জার্নিম্যান বুকস, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত ‘বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি’ বইয়ের জন্য ঐতিহ্য এবং হাবিবুর রহমান রচিত ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশনসকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার–২০২৩ দেওয়া হয়। ২০২২ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খি-কে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৩ দেওয়া হয়।
২০২৩ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুথিনিলয়, নবান্ন প্রকাশনী, উড়কি-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ দেওয়া হয়।
বেলাশেষে প্রায় সবার চোখেমুখে ছিল এবারের বইমেলাকে বিদায় দেওয়ার কষ্টের ছাপ। মেলা প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় কানে ভেসে আসছিল একটি ঘোষণা, ‘অমর একুশে বইমেলার শেষ দিন আজ। আগামী বছরের পয়লা ফেব্রুয়ারিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায়।’
ফাল্গুনের বিকেল রাঙিয়ে শেষ হয়ে গেল অমর একুশে বইমেলার এবারের আসর। অপ্রত্যাশিত কোনো চিঠি একদিনের জন্যও বন্ধ করতে পারেনি বইমেলার প্রবেশদ্বার। নিরাপত্তা বাড়িয়ে পাঠক–দর্শকদের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। শেষ বিকেলে নতুন পুরোনো লেখক ও পাঠক সবাই বাড়ি ফিরেছেন নিরাপদে, ভবিষ্যতে আবার মেলায় আসার প্রত্যাশা নিয়ে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেষ দিনেও পাঠক–দর্শকদের উপচে পরা ভিড় ছিল মেলা প্রাঙ্গণে। বইমেলায় ঢোকার প্রতিটি গেটে শেষ দিনের ভিড় ছিল চোখে পরার মতো। এর শুরু হয়েছিল শাহবাগ থেকে। মানুষের স্রোতের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবুও সবার চোখেমুখে একটা তৃপ্তি আর খুশির ছাপ। ভিড় ঠেলে মেলায় ঢুকতেই চোখে পড়ল স্টল লিস্টের সামনে পরিচিত ভিড়। তালিকায় নির্দিষ্ট স্টলের নাম আর অবস্থান দেখে নিয়ে সবাই ছড়িয়ে পড়ছে যে যার মতো।
শেষ বেলায় হয়তো অনেক পাঠকেরই মনে পড়েছে তালিকার কোনো একটি বই কেনা বাকি রয়ে গেছে। সেটি সংগ্রহ করতে ছুটে এসেছিলেন অনেকে। অনেকেই এসেছিলেন এ বছরের মেলার শেষ বিকেলের আমেজ গায়ে মাখতে। রাজশাহী থেকে চার বন্ধু বইমেলায় এসেছিলেন সোমবার রাতে। উঠেছিলেন ঢাকায় আর এক বন্ধুর বাড়িতে। শেষ দিনে তাঁরা কিনেছেন বারোটি বই। এই চার বন্ধুর একজন লিমন সরকার। তিনি বললেন, ‘এত দিন সবার একসঙ্গে সময় মেলেনি। তাই একেবারে শেষের দিন আসতে হলো। আমরা কী কী বই কিনব তার তালিকা করে তারপরই এসেছি।’
মেলা প্রাঙ্গণে প্রতিদিনই ছিল সাহিত্যিকদের আড্ডা, তাঁদের জীবনের কথা নিয়ে আয়োজন, বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনেক পাঠক তাঁদের প্রিয় লেখককে স্মরণ করেছেন মনে মনে। কাগজের দামের কারণে বইয়ের দাম বেড়ে যাওয়া পাঠককে আটকে রাখতে পারেনি প্রিয় লেখকের বা প্রিয় বিষয়ে প্রকাশিত নতুন বই কেনা থেকে।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে বিভিন্ন বিষয়ের মোট ৩ হাজার ৭৩০টি বই। বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট কবিতার বই প্রকাশিত হয়েছে ১ হাজার ২৪৭ টি, এবারে গল্পের বই প্রকাশিত হয়েছে ৪৬৬ টি, উপন্যাস ৫০৩ টি, প্রবন্ধের বই ১৯৭ টি, ইতিহাস বিষয়ক বই ৮৭ টি, বিভিন্ন বিষয়ে গবেষণার বই ৭৫ টি, বিজ্ঞান বিষয়ক বই ৫১ টি, অনুবাদ বই ৬৯ টি, রাজনীতি বিষয়ক বই ৩৩ টি, জীবনী ১২৮ টি, রচনাবলী ৪৩ টি, নাটক ৫৪ টি, ভ্রমণবিষয়ক বই ৬৭ টি, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক বই ৩৩ টি, রম্য ও ধাঁধা বিষয়ক বই ২২ টি, ধর্মীয় বই ৫৫ টি, অভিধান ১৩ টি, সায়েন্স ফিকশন ও গোয়েন্দা কাহিনি ৪৬ টি। এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রকাশিত হয়েছে ৮০ টি, বঙ্গবন্ধু বিষয়ক বই প্রকাশিত হয়েছে ৩৫টি এবং অন্যান্য বিষয়ে মোট ২৬৬টি বই প্রকাশিত হয়েছে।
প্রতিবারের মতো এবারের বইমেলায় শিশুদের জন্য ছিল শিশু প্রহর। এ আয়োজনে সিসিমপুরের ইকড়ি, শিকু, হালুম আর টুকটুকি প্রতি শুক্র আর শনিবার তিন বেলা বিনোদন দিয়েছে শিশুদের। শুধু আয়োজন উপভোগ করেই নয়, বই কিনে বাড়ি ফিরেছে শিশুরা। মেলায় তাদের জন্য শিশুতোষ বই প্রকাশিত হয়েছিল ৭৯টি আর ছড়ার বই ৮১ টি।
বাংলা একাডেমি জানিয়েছে, এবার মেলায় আনুমানিক ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। বাংলা একাডেমি নিজেদের বই বিক্রি করেছে ১ কোটি ২৪ লাখ টাকার।
বইমেলার সমাপনী অনুষ্ঠানে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার–২০২২, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার–২০২৩ এবং অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে বিভিন্ন গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হয়। ক্যারোলিন রাইট ও জসিম মল্লিককে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার–২০২২ এবং কবি মোহাম্মদ রফিক-কে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার–২০২৩ দেওয়া হয়।
এ ছাড়া ২০২২ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য আগামী প্রকাশনী-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৩, ২০২২ সালে প্রকাশিত বইয়ের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে আহমদ রফিক রচিত ‘বিচ্ছিন্ন ভাবনা’ প্রকাশের জন্য জার্নিম্যান বুকস, মোহাম্মদ হারুন-উর-রশিদ রচিত ‘বাংলা একাডেমি আমার বাংলা একাডেমি’ বইয়ের জন্য ঐতিহ্য এবং হাবিবুর রহমান রচিত ‘ঠার: বেদে জনগোষ্ঠীর ভাষা’ প্রকাশের জন্য পাঞ্জেরী পাবলিকেশনসকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার–২০২৩ দেওয়া হয়। ২০২২ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খি-কে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৩ দেওয়া হয়।
২০২৩ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুথিনিলয়, নবান্ন প্রকাশনী, উড়কি-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৩ দেওয়া হয়।
বেলাশেষে প্রায় সবার চোখেমুখে ছিল এবারের বইমেলাকে বিদায় দেওয়ার কষ্টের ছাপ। মেলা প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় কানে ভেসে আসছিল একটি ঘোষণা, ‘অমর একুশে বইমেলার শেষ দিন আজ। আগামী বছরের পয়লা ফেব্রুয়ারিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায়।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৫ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৬ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে