মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনে আসা কেন্দ্রীয় ও জেলা নেতাদের পথ রোধ করে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল একাংশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর-ধনবাড়ী সীমানা এলাকার বাঘিল বাজারে এ ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার পুলিশ, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের ১৭ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারী ৩০ জন আহত হওয়ার দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম প্রকাশ করেননি বিক্ষোভকারী নেতারা। পুলিশ সদস্য আনিছুর রহমানকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বিক্ষোভকারীরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র বলছে, দলীয় কোন্দলে মধুপুর ও ধনবাড়ী বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অপর অংশে রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদ। গত মার্চ মাসের ১০ তারিখ মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হলে সরকার সহিদ গ্রুপের নেতারা পদবঞ্চিত হন। এ নিয়ে তাদের দুই গ্রুপে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত আছে। মামলা, গ্রেপ্তার, হাজতে যাওয়ার ঘটনা চলমান।
এরই মধ্যে সরকার সহিদের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এসবের মধ্যেও আহ্বায়ক কমিটির আহ্বানে ধনবাড়ীতে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার কথা।
সরকার সহিদ গ্রুপের একাধিক নেতা বলেন, ‘দীর্ঘদিন বিএনপি করে হামলা-মামলার শিকার হয়ে কমিটিতে স্থান পাওয়া তো দূরের কথা, দাওয়াতও পাইনি। তাই কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে সমবেত হয়েছিলাম। বাঘিল বাজারে আমাদের অবস্থানের কথা শুনে কয়েক হাজার কর্মী-সমর্থক মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়। বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সড়ে যেতে বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছোড়ে।
এ ঘটনায় ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস হুসাইন জানান, আহত আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মেলনে আসা কেন্দ্রীয় ও জেলা নেতাদের পথ রোধ করে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল একাংশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের উপপরিদর্শকসহ ৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর-ধনবাড়ী সীমানা এলাকার বাঘিল বাজারে এ ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার পুলিশ, বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের ১৭ রাউন্ড গুলি ছুড়েছে। এ সময় পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারী ৩০ জন আহত হওয়ার দাবি করলেও তাৎক্ষণিক তাদের নাম প্রকাশ করেননি বিক্ষোভকারী নেতারা। পুলিশ সদস্য আনিছুর রহমানকে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বিক্ষোভকারীরা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্র বলছে, দলীয় কোন্দলে মধুপুর ও ধনবাড়ী বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অপর অংশে রয়েছেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার সহিদ। গত মার্চ মাসের ১০ তারিখ মধুপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হলে সরকার সহিদ গ্রুপের নেতারা পদবঞ্চিত হন। এ নিয়ে তাদের দুই গ্রুপে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত আছে। মামলা, গ্রেপ্তার, হাজতে যাওয়ার ঘটনা চলমান।
এরই মধ্যে সরকার সহিদের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এসবের মধ্যেও আহ্বায়ক কমিটির আহ্বানে ধনবাড়ীতে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার কথা।
সরকার সহিদ গ্রুপের একাধিক নেতা বলেন, ‘দীর্ঘদিন বিএনপি করে হামলা-মামলার শিকার হয়ে কমিটিতে স্থান পাওয়া তো দূরের কথা, দাওয়াতও পাইনি। তাই কেন্দ্রীয় নেতাদের সম্মেলনে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে সমবেত হয়েছিলাম। বাঘিল বাজারে আমাদের অবস্থানের কথা শুনে কয়েক হাজার কর্মী-সমর্থক মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়। বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সড়ে যেতে বললে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা থেকে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ছোড়ে।
এ ঘটনায় ধনবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস হুসাইন জানান, আহত আনিছুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে