বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ২৩: ২০

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি ভর্তুকি প্রদান এবং শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থীরা। 

সোমবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান তারা। 

সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত এই কর শিক্ষার্থীদের ওপর অন্যায্য বোঝা হবে এবং এর ফলে অনেকে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবেন। এই ট্যাক্সের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট আরও তীব্র হবে এবং শিক্ষার মান হ্রাস পাবে। 

অবিলম্বে ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানিয়ে তারা আরও বলেন, সরকার যদি শিক্ষা ও শিক্ষার পরিবেশের উন্নয়ন চায় তবে শিক্ষার্থীদের ওপর বোঝা বাড়ানোর পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা উচিত। 

সমাবেশে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত, তানজিমুর রাফি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী মিনারুল ইসলাম রনি, প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার শিহাব, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেএম আবদুল্লাহ নিশাত এবং সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারফারাজ সানোয়ার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত