নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মাহমুদ হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল করিম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ আব্দুল করিমকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই জিহান হোসাইন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে তার আইনজীবী এমএ মালেক তালুকদার জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই এশারত আলী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদ হোসেন গত ১৬ ডিসেম্বর রাত ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এশা গার্ডেন সিএনজি পাম্পে প্রাইভেট গাড়িতে গ্যাস নিতে যান। সেখানে অন্য একটি প্রাইভেট গাড়ির চালকের সঙ্গে মাহমুদ হোসেনের গাড়ির চালক বাবর আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। মাহমুদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে অন্য গাড়ির চালকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে অন্য গাড়ির চালক আরও উত্তেজিত হয়ে ফোন করে ২০/২৫ জন লোক জড়ো করে। লাঠিসোঁটা নিয়ে তারা মাহমুদ হোসেন ও তার ড্রাইভারসহ গাড়িতে হামলা করেন।
এতে গাড়ির ৫০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মাহমুদ ও তার ড্রাইভার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করার পর পুলিশ গতকাল বুধবার আব্দুল করিমকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল করিম সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক মাহমুদ হোসেনকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল করিম মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ আব্দুল করিমকে আদালতে হাজির করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই জিহান হোসাইন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষে তার আইনজীবী এমএ মালেক তালুকদার জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই এশারত আলী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদ হোসেন গত ১৬ ডিসেম্বর রাত ২টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এশা গার্ডেন সিএনজি পাম্পে প্রাইভেট গাড়িতে গ্যাস নিতে যান। সেখানে অন্য একটি প্রাইভেট গাড়ির চালকের সঙ্গে মাহমুদ হোসেনের গাড়ির চালক বাবর আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। মাহমুদ হোসেন পরিস্থিতি স্বাভাবিক করতে অন্য গাড়ির চালকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে অন্য গাড়ির চালক আরও উত্তেজিত হয়ে ফোন করে ২০/২৫ জন লোক জড়ো করে। লাঠিসোঁটা নিয়ে তারা মাহমুদ হোসেন ও তার ড্রাইভারসহ গাড়িতে হামলা করেন।
এতে গাড়ির ৫০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি আঘাতে মাহমুদ ও তার ড্রাইভার আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করার পর পুলিশ গতকাল বুধবার আব্দুল করিমকে গ্রেপ্তার করে।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল করিম সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কক্সবাজার শহরের কলাতলী প্রধান সড়ক থেকে সুগন্ধা সমুদ্রসৈকতে নামতে চার লেনের ৩০০ মিটার সড়ক। এই সড়ক থেকে দৃষ্টিসীমায় থাকার কথা ছিল জলরাশি আর সৈকতের বেলাভূমি। তবে এর কিছু চোখে পড়ে না। কারণ, সৈকতে যাওয়ার সড়ক ও সৈকতের বেলাভূমি দখল করে রেখেছে ঝুপড়ি দোকানগুলো।
৪ মিনিট আগে‘আমার চারপাশে শুধুই অন্ধকার। স্বামীর উপার্জনে চার সন্তানের দুমুঠো ভাত আর লেখাপড়ার খরচ চলত। আজ কে কিনে দিবে আমার মেয়ের জন্য দুধ? কোনো কিছুই ভাবতে পারছি না।’ ‘আমার চারপাশে শুধুই অন্ধকার। স্বামীর উপার্জনে চার সন্তানের দুমুঠো ভাত আর লেখাপড়ার খরচ চলত। আজ কে কিনে দিবে আমার মেয়ের জন্য দুধ? কোনো কিছুই ভাবতে
১২ মিনিট আগেরাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা আবার বদলে যেতে পারে—এমন শঙ্কার কথা এসেছে ঢাকায় এক গোলটেবিল বৈঠকে। সে জন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
৫ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর ভূমিহীনদের জন্য গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে গাজীপুরের কাপাসিয়ায়। যেসব ‘ভূমিহীনকে’ এসব ঘর দেওয়া হয়েছে তাঁদের অধিকাংশই এখন এসব আশ্রয়ণের ঘরে থাকেন না। অভিযোগ রয়েছে, বরাদ্দ দাতাদের সঙ্গে বিশেষ সখ্য থাকায় ভূমিহীন না হয়েও এসব ঘর পেয়েছেন
৫ ঘণ্টা আগে