সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গ্রামের দুই যুবকসহ তিনজনকে ‘ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা’র প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদীবাগ এলাকার, সোনারগাঁয়ের বস্তল এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তালতলা তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ পিয়াল সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
আন্দোলনরত এলাকাবাসী বলেন, বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম লেগুনা চালাতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিকদের নিয়ে আসার জন্য বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন তাঁরা। পরে স্বজনেরা খবর পান তাঁদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।’
নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, দুজন যুবককে অপহরণের পর মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে তাদের কোনো খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তিনি।
নিহত নবী হোসেনের বাবা মোসলেম মিয়ার অভিযোগ, ‘আড়াইহাজার এলাকার মফিজের সঙ্গে শত্রুতার কারণে তিনজনকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।’
এ বিষয়ে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন করা হবে।’
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘ইলমদী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে।’
প্রসঙ্গত, গতকাল এ ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে তাঁদের আটক করে স্থানীয়রা। পরে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকাল ৯টায় আড়াইহাজার থানার পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
গ্রামের দুই যুবকসহ তিনজনকে ‘ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা’র প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদীবাগ এলাকার, সোনারগাঁয়ের বস্তল এশিয়ান হাইওয়ে সড়কে এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় তালতলা তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ পিয়াল সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা।
আন্দোলনরত এলাকাবাসী বলেন, বস্তল এলাকার সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম লেগুনা চালাতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকায় কারখানার শ্রমিকদের নিয়ে আসার জন্য বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন তাঁরা। পরে স্বজনেরা খবর পান তাঁদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় ছেলে হত্যার বিচার চাইতে এসে নিহত জহিরুল ইসলামের বাবা হাবিবুর রহমান বলেন, ‘আমার ছেলে ভোর ৪টায় গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি তাকে ইলমদী এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি করছি।’
নিহত মফিজুলের আত্মীয় আসাদ মিয়া বলেন, দুজন যুবককে অপহরণের পর মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এ অঞ্চলে তাদের কোনো খারাপ রেকর্ড নেই। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান তিনি।
নিহত নবী হোসেনের বাবা মোসলেম মিয়ার অভিযোগ, ‘আড়াইহাজার এলাকার মফিজের সঙ্গে শত্রুতার কারণে তিনজনকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।’
এ বিষয়ে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু সাইদ পিয়াল বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটন করা হবে।’
এ ঘটনায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘ইলমদী এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ঘাটন করা হবে।’
প্রসঙ্গত, গতকাল এ ঘটনায় পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টাকালে তাঁদের আটক করে স্থানীয়রা। পরে তাঁদের পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সকাল ৯টায় আড়াইহাজার থানার পুলিশ নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং আরেকজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৯ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৬ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
৩০ মিনিট আগে