শিবালয়ে দুর্নীতির অভিযোগে অক্সফোর্ড একাডেমির সেই অধ্যক্ষ বরখাস্ত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৮: ৫৪
Thumbnail image

মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে অক্সফোর্ড একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন খানকে বরখাস্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন এ বহিষ্কার আদেশ দেন। তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতামূলক আচরণ, অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।

এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘প্রধান শিক্ষকের দুর্নীতি নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়ে হুমকিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম নিয়ে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে এবং ব্যাপক অর্থ কেলেঙ্কারি এবং বিভিন্ন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। অধ্যক্ষ মতিনকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় সভাপতি ও ইউএনও বেলাল হোসেন।

ইউএনও বেলাল হোসেন বলেন, অধ্যক্ষ মতিনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধিমালার আলোকে বিভাগীয় তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক ভিত্তি পাওয়ায় এখন বিভাগীয় তদন্ত শুরু হলো। এটা প্রমাণিত হলে এবং তাঁরা সুপারিশ করলে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা বোর্ডে লিখিতভাবে জানাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত