নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আমার স্ত্রী বাড়িতে থাকে, সেখানেই টিকা নিয়েছে। কিন্তু স্থায়ীভাবে কোথাও না থাকায় এত দিন টিকা নিতে পারিনি। এভাবে যে টিকা পাব আশা করিনি। ভালো লাগছে।’ এক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন রাজমিস্ত্রি ইমরান হোসেন (৪২)।
তাঁর মতো শত শত নারী-পুরুষ টিকা নিতে আজ রোববার রাতে হাজির হয়েছেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৬শ জন অস্থায়ীভাবে বসবাসরত মানুষ টিকা নিয়েছেন। অপেক্ষায় আছেন আরও কয়েকশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হয় অস্থায়ীভাবে বসবাসরত এসব মানুষদের টিকাদান কার্যক্রম। রাত সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।
ভাসমানদের টিকা দেওয়ার ঘোষণা আগে দেওয়ায় বিকেল থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে টিকার অপেক্ষা করতে থাকেন শত শত মানুষ। পরে উদ্বোধনের পর একে একে টিকা নেন তাঁরা। আজ প্রায় এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার কমলাপুর, মুগদা ও খিলগাঁও এলাকার ভাসমানদের টিকা দেওয়ার কথা রয়েছে।
রাত সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে ভাসমানদের মানুষদের দীর্ঘ সারি। তিনটি বুথের একটিতে নারী ও দুটিতে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে।
পাশে টিকার জন্য অপেক্ষা করছেন গার্মেন্টস কর্মী ইয়াসমিন। বিশ বছর বয়সী ইয়াসমিন জানান, ‘নিবন্ধন করতে চাইছিলাম, কিন্তু পরে শুনি এমনে দেবে। তাই, এখানে এসেছি টিকা নিতে।’
টিকাদান কার্যক্রমের ইনচার্জ ডা. মোহাম্মদ দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অন্তত এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের। কিন্তু মানুষের ভিড় অনেক বেশি, তাই অধিদপ্তরকে জানানো হচ্ছে। টিকা আরও দিলে দেওয়া হবে। রাত ১১টা পর্যন্ত আমরা টিকা দিতে চাই।’
ভাসমান এসব মানুষকে গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মত প্রয়োগ হওয়া এই টিকা রয়েছে ৩ লাখ ৩৬ হাজার।
এর আগে একই দিন সকালে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া (দাওরায়ে হাদিস) নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে এই কার্যক্রমে উদ্বোধন করেন স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিন টিকা নেয় প্রায় ৬শ মাদ্রাসা শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছরের পাশাপাশি যাদের বয়স ১৮ বছর কিংবা বেশি তাঁরাও এদিন টিকা নেন। নিবন্ধন করেও এসএমএস না আসায় স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা নেন সতেরোর্ধ্ব এক শ জন শিক্ষার্থী। আঠারো বছরের নিচে শিশুদের দেওয়া হয় ফাইজারের টিকা। আর বাকিদের দেওয়া হয় চীনের সিনোফার্ম টিকা।
‘আমার স্ত্রী বাড়িতে থাকে, সেখানেই টিকা নিয়েছে। কিন্তু স্থায়ীভাবে কোথাও না থাকায় এত দিন টিকা নিতে পারিনি। এভাবে যে টিকা পাব আশা করিনি। ভালো লাগছে।’ এক ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর টিকা পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করছিলেন রাজমিস্ত্রি ইমরান হোসেন (৪২)।
তাঁর মতো শত শত নারী-পুরুষ টিকা নিতে আজ রোববার রাতে হাজির হয়েছেন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়ে ৬শ জন অস্থায়ীভাবে বসবাসরত মানুষ টিকা নিয়েছেন। অপেক্ষায় আছেন আরও কয়েকশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হয় অস্থায়ীভাবে বসবাসরত এসব মানুষদের টিকাদান কার্যক্রম। রাত সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা ও টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।
ভাসমানদের টিকা দেওয়ার ঘোষণা আগে দেওয়ায় বিকেল থেকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে টিকার অপেক্ষা করতে থাকেন শত শত মানুষ। পরে উদ্বোধনের পর একে একে টিকা নেন তাঁরা। আজ প্রায় এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার কমলাপুর, মুগদা ও খিলগাঁও এলাকার ভাসমানদের টিকা দেওয়ার কথা রয়েছে।
রাত সোয়া ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে ভাসমানদের মানুষদের দীর্ঘ সারি। তিনটি বুথের একটিতে নারী ও দুটিতে পুরুষদের টিকা দেওয়া হচ্ছে।
পাশে টিকার জন্য অপেক্ষা করছেন গার্মেন্টস কর্মী ইয়াসমিন। বিশ বছর বয়সী ইয়াসমিন জানান, ‘নিবন্ধন করতে চাইছিলাম, কিন্তু পরে শুনি এমনে দেবে। তাই, এখানে এসেছি টিকা নিতে।’
টিকাদান কার্যক্রমের ইনচার্জ ডা. মোহাম্মদ দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ অন্তত এক হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের। কিন্তু মানুষের ভিড় অনেক বেশি, তাই অধিদপ্তরকে জানানো হচ্ছে। টিকা আরও দিলে দেওয়া হবে। রাত ১১টা পর্যন্ত আমরা টিকা দিতে চাই।’
ভাসমান এসব মানুষকে গত ২০ জানুয়ারি কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মত প্রয়োগ হওয়া এই টিকা রয়েছে ৩ লাখ ৩৬ হাজার।
এর আগে একই দিন সকালে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। রাজধানীর মিরপুরে জামিয়া সিদ্দীকিয়া (দাওরায়ে হাদিস) নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে এই কার্যক্রমে উদ্বোধন করেন স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিন টিকা নেয় প্রায় ৬শ মাদ্রাসা শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছরের পাশাপাশি যাদের বয়স ১৮ বছর কিংবা বেশি তাঁরাও এদিন টিকা নেন। নিবন্ধন করেও এসএমএস না আসায় স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা নেন সতেরোর্ধ্ব এক শ জন শিক্ষার্থী। আঠারো বছরের নিচে শিশুদের দেওয়া হয় ফাইজারের টিকা। আর বাকিদের দেওয়া হয় চীনের সিনোফার্ম টিকা।
মানিকগঞ্জে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এই রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা। রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১১ মিনিট আগেনড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩৩ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১ ঘণ্টা আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
১ ঘণ্টা আগে