টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাঘিল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মো. সোলায়মান মিয়া (৬০) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং বসতবাড়ি থেকে উচ্ছেদসহ সম্পত্তি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোলায়মান জানান, তাঁরা পৈতৃক ও ক্রয় সূত্রে ৫১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ১৯৯০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খাজনা খারিজও দেওয়া আছে। গত ২৬ এপ্রিল ওই গ্রামের মৃত গোল মাহমুদের ছেলে মো. কোরবান আলী, মো. আব্দুল গফুর, মো. হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ, আব্দুল গফুর, তাঁর ছেলে মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী সোলায়মানের বাড়িতে প্রবেশ করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোলায়মানকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করা হয়। একপর্যায়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে ফেলা হয়।
সোলায়মানের আত্ম চিৎকারে তাঁর মেজ ছেলে এগিয়ে আসলে তাঁকেও অভিযুক্তরা বেধড়ক মারধর করেন। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় সোলায়মান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোলায়মান হোসেন বলেন, ‘কোরবান আলী গং এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। আমার মতো গ্রামের অনেকেই তাঁদের কারণে অনিরাপদ। আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত আব্দুল গফুর বলেন, সোলায়মানরাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। ওই জমি আমরা ডিক্রি পেয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সোলায়মান মিয়ার ছেলে মো. আবু মিয়া, মো. রাশেদুল ইসলাম ও ভাগনে মো. আব্দুর রহিম।
টাঙ্গাইলের বাঘিল ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মো. সোলায়মান মিয়া (৬০) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং বসতবাড়ি থেকে উচ্ছেদসহ সম্পত্তি বেদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোলায়মান জানান, তাঁরা পৈতৃক ও ক্রয় সূত্রে ৫১ শতাংশ জমি ভোগ দখল করে আসছেন। ১৯৯০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খাজনা খারিজও দেওয়া আছে। গত ২৬ এপ্রিল ওই গ্রামের মৃত গোল মাহমুদের ছেলে মো. কোরবান আলী, মো. আব্দুল গফুর, মো. হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ, আব্দুল গফুর, তাঁর ছেলে মো. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী সোলায়মানের বাড়িতে প্রবেশ করে সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোলায়মানকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করা হয়। একপর্যায়ে পিটিয়ে তাঁর ডান হাত ভেঙে ফেলা হয়।
সোলায়মানের আত্ম চিৎকারে তাঁর মেজ ছেলে এগিয়ে আসলে তাঁকেও অভিযুক্তরা বেধড়ক মারধর করেন। পরে তাঁদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর অভিযুক্তরা চলে যাওয়ার সময় সোলায়মান ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেয়।
সোলায়মান হোসেন বলেন, ‘কোরবান আলী গং এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। আমার মতো গ্রামের অনেকেই তাঁদের কারণে অনিরাপদ। আমরা শান্তিতে বসবাস করতে চাই। তাই এলাকা থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত আব্দুল গফুর বলেন, সোলায়মানরাই সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। ওই জমি আমরা ডিক্রি পেয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-সোলায়মান মিয়ার ছেলে মো. আবু মিয়া, মো. রাশেদুল ইসলাম ও ভাগনে মো. আব্দুর রহিম।
প্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২১ মিনিট আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’
১ ঘণ্টা আগে