Ajker Patrika

মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে কিশোর দগ্ধ 

ঢামেক প্রতিবেদক
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে কিশোর দগ্ধ 

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে ককটেল বিস্ফোরণে রাসেল (১২) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্বজনরা। 

দগ্ধ রাসেলের বড় ভাই মো. আশিক জানান, তাঁরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। শুক্রবার রাত ৮টার দিকে বাসার কিছুটা অদূরে পাম্প থেকে পানি আনতে যাচ্ছিল সে। পথে হুমায়ুন রোডে আল বশির জামে মসজিদের পাশে আসলে সেখানে মারামারির ঘটনা ঘটে। সেখানে ককটেল বিস্ফোরণে রাসেল দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানান, রাসেলের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঁইয়া জানান, গতরাতে ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। ওই কিশোর অন্য কোনোভাবে দগ্ধ হতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত