নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হাসনা হেনা ও মেহেদী হাসান। তাঁদের মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে হাসনা হেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক শিমুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যার পর হাসনা হেনাকে নিয়ে আসেন পথচারীরা। তার দুই পা ভাঙ্গা ছিল, মাথা থেতলে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ তার স্বামী গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। স্বামীর বাড়ি যশোর।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর একজন নারী ও একজন পুরুষ ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দ্রুত মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেন। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। আহত মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ক্যাবল বা তার বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান ওই নারী। আনুমানিক ৯ তলা থেকে তিনি নিচে পড়ে যান।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’
রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ভবন থেকে পড়ে গুরুতর আহত হন হাসনা হেনা ও মেহেদী হাসান। তাঁদের মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে হাসনা হেনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের জরুরী বিভাগের চিকিৎসক শিমুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
শিমুল চক্রবর্তী বলেন, ‘সন্ধ্যার পর হাসনা হেনাকে নিয়ে আসেন পথচারীরা। তার দুই পা ভাঙ্গা ছিল, মাথা থেতলে গেছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ তার স্বামী গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়। তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ। স্বামীর বাড়ি যশোর।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর একজন নারী ও একজন পুরুষ ভবন থেকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের দ্রুত মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেন। স্বজনেরা লাশ নিয়ে গেছেন। আহত মেহেদী হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ক্যাবল বা তার বেয়ে নামতে গিয়ে নিচে পড়ে যান ওই নারী। আনুমানিক ৯ তলা থেকে তিনি নিচে পড়ে যান।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযানে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘আমরা সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে উঠেছি। প্রতিটি ফ্লোরে তল্লাশি চালানো হয়েছে। আমরা ১১,১২ ও ১৩ তলায় আটজনকে পেয়েছি। বাকি তলায় কাউকে পাওয়া যায়নি। ধোঁয়ায় তাদের শ্বাস কষ্ট হচ্ছিল। তাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ধারণা আর কেউ ভেতরে আটকা নেই।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে