নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আগারগাঁও থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মো. মোজাহিদকে উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। এ সময় অপহরণকারী তিন রিকশাচালককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আসিফ আলী (২২), শাহিন (২৩) ও মো. সুমন আলী (১৮)।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আজিমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের পুরাতন বিএনপি বস্তির মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির গ্যারেজের রিকশা চালাতেন। গ্যারেজের পেছনেই নুরুজ্জামানের বাসা। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। ২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানের সন্তান জোবায়ের নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁকে খুঁজে পায়নি পরিবার। পরদিন শেরেবাংলা নগর থানায় বিষয়টি জানান তাঁরা।
আজিমুল হক আরও বলেন, ‘শিশুটি ২৮ মার্চ অপহৃত হলেও আমাদের এক দিন পরে জানানো হয়েছে। এরপরে আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে অপহরণকারীরা শিশুটির বাবাকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের জন্য শিশুটির পরিবার ২০ হাজার টাকা বিকাশে অপহরণকারীদের পাঠায়। সে তথ্য আমাদের জানিয়ে ছিল। এরপর ওই মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়েছে।’
শিশুটির বাবা নুরুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা সবাই আমার গ্যারেজে রিকশা চালাত। কখনো রিকশাচালকদের সন্দেহ হতো না। কিন্তু গ্রেপ্তারের পর দেখতে পেলাম, যারা আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত তারাই আমার সন্তানকে অপহরণ করেছে।’
এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।
রাজধানীর আগারগাঁও থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মো. মোজাহিদকে উদ্ধার করেছে শেরেবাংলা নগর থানা-পুলিশ। এ সময় অপহরণকারী তিন রিকশাচালককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আসিফ আলী (২২), শাহিন (২৩) ও মো. সুমন আলী (১৮)।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আজিমুল হক জানান, গ্রেপ্তারকৃতরা শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের পুরাতন বিএনপি বস্তির মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির গ্যারেজের রিকশা চালাতেন। গ্যারেজের পেছনেই নুরুজ্জামানের বাসা। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। ২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানের সন্তান জোবায়ের নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তাঁকে খুঁজে পায়নি পরিবার। পরদিন শেরেবাংলা নগর থানায় বিষয়টি জানান তাঁরা।
আজিমুল হক আরও বলেন, ‘শিশুটি ২৮ মার্চ অপহৃত হলেও আমাদের এক দিন পরে জানানো হয়েছে। এরপরে আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে অপহরণকারীরা শিশুটির বাবাকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের জন্য শিশুটির পরিবার ২০ হাজার টাকা বিকাশে অপহরণকারীদের পাঠায়। সে তথ্য আমাদের জানিয়ে ছিল। এরপর ওই মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়েছে।’
শিশুটির বাবা নুরুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা সবাই আমার গ্যারেজে রিকশা চালাত। কখনো রিকশাচালকদের সন্দেহ হতো না। কিন্তু গ্রেপ্তারের পর দেখতে পেলাম, যারা আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত তারাই আমার সন্তানকে অপহরণ করেছে।’
এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
১২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে