উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বিএনপি নেতার বাসায় পুলিশ হানা দেওয়ার পর পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার হোসেন (৪৭) নামের একজন বিএনপি নেতা। তিনি উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আজ সোমবার (৬ মার্চ) আহত আনোয়ারকে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে রোববার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখানের মধ্য আজমপুরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যায়।
বিএনপি নেতার ছেলে আফসার উদ্দিন সরকার আপন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক কারণে বাসায় পুলিশ এসেছিল। তখন আব্বু ছাদ দিয়ে নামতে গিয়েছিল। পরে একতালার নিচু একটি জায়গা থেকে পড়ে গিয়ে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
অপরদিকে আনোয়ার হোসেনের খালাতো ভাই সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ার হোসেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার বাসায় পুলিশ রেইড দিয়েছিল। তখন সে পালানোর চেষ্টা করে। তখন বাউন্ডারির দেয়াল টপকানোর সময় পড়ে গিয়ে পা ভেঙে গেছে।’
তিনি বলেন, ‘তাকে পুলিশ ২০২২ সালের পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায়। প্রথমে তাকে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান থেকে একজনক বিএনপি নেতাকে গ্রেপ্তারকালে সে পালাতে গিয়ে পড়ে যায়। এতে তার পা মচকে যায়। বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। বর্তমানে ওই বিএনপি নেতা পুলিশি পাহারায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
রাজধানীর দক্ষিণখানে বিএনপি নেতার বাসায় পুলিশ হানা দেওয়ার পর পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার হোসেন (৪৭) নামের একজন বিএনপি নেতা। তিনি উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
আজ সোমবার (৬ মার্চ) আহত আনোয়ারকে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে রোববার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখানের মধ্য আজমপুরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যায়।
বিএনপি নেতার ছেলে আফসার উদ্দিন সরকার আপন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক কারণে বাসায় পুলিশ এসেছিল। তখন আব্বু ছাদ দিয়ে নামতে গিয়েছিল। পরে একতালার নিচু একটি জায়গা থেকে পড়ে গিয়ে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
অপরদিকে আনোয়ার হোসেনের খালাতো ভাই সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ার হোসেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার বাসায় পুলিশ রেইড দিয়েছিল। তখন সে পালানোর চেষ্টা করে। তখন বাউন্ডারির দেয়াল টপকানোর সময় পড়ে গিয়ে পা ভেঙে গেছে।’
তিনি বলেন, ‘তাকে পুলিশ ২০২২ সালের পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায়। প্রথমে তাকে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান থেকে একজনক বিএনপি নেতাকে গ্রেপ্তারকালে সে পালাতে গিয়ে পড়ে যায়। এতে তার পা মচকে যায়। বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। বর্তমানে ওই বিএনপি নেতা পুলিশি পাহারায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৭ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১৩ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৮ মিনিট আগে