হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪৪
Thumbnail image

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে সকাল ৭টার আগে শহিদুল হককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই বায়েজিদ বোস্তামী কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ৪ সেপ্টেম্বর শহিদুল হককে রিমান্ডে নেওয়া হয়। এর আগের দিন ৩ সেপ্টেম্বর রাতে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে আব্দুল ওয়াদুদ (৪৫) নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা, রাশেদ খান মেননসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয় নিউমার্কেট থানায়। মামলাটি করেন নিহতের শ্যালক আবদুর রহমান। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল প্রমুখ। 

এ কে এম শহীদুল হক ১৯৮৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। শহীদুল হক পুলিশ সুপার হিসেবে চাঁদপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের কার্যভার পালন করেছেন। 

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০১৪ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে অবসরে যান। 

তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে। তাঁর ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত