নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ভালোবাসেন। কোনো ফাইলে সই (স্বাক্ষর) করার আগে জনগণের কথা ভাবেন। তিনি দেশের নাগরিকের ক্ষতি হবে এ ধরনের ফাইলে কখনো সই করেন না। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।’
আজ রোববার নবাবগঞ্জে কলাকোপা আনসার-ভিডিপি ক্যাম্পে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সামাজিক, স্মার্ট অর্থনীতি।’
তিনি বলেন, ‘এখন আর কম্পিউটারে থাকলে কাজ হবে না। বিশ্বে প্রযুক্তি এখন চতুর্থ ধাপে, তাই সবাইকে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পৃথিবীতে যেভাবে প্রযুক্তির মান বাড়ছে কাজেই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেভাবে নিজেদের তৈরি করতে হবে।’
সালমান এফ রহমান আনসারদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণ যোগ্য করতে। তাই আপনারা আগামী নির্বাচনটা যেন সফল ও সুন্দরভাবে হয় সেই লক্ষ্যে কাজ করবেন।’
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা দেশের জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই জন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের অবদানের কথা জাতি সব সময় মনে রাখবে।’
ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আমিন উদ্দিন, সাইফুজ্জামান, আসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে ভালোবাসেন। কোনো ফাইলে সই (স্বাক্ষর) করার আগে জনগণের কথা ভাবেন। তিনি দেশের নাগরিকের ক্ষতি হবে এ ধরনের ফাইলে কখনো সই করেন না। তিনি সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।’
আজ রোববার নবাবগঞ্জে কলাকোপা আনসার-ভিডিপি ক্যাম্পে ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সামাজিক, স্মার্ট অর্থনীতি।’
তিনি বলেন, ‘এখন আর কম্পিউটারে থাকলে কাজ হবে না। বিশ্বে প্রযুক্তি এখন চতুর্থ ধাপে, তাই সবাইকে সব বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পৃথিবীতে যেভাবে প্রযুক্তির মান বাড়ছে কাজেই প্রতিযোগিতার বাজারে টিকতে হলে সেভাবে নিজেদের তৈরি করতে হবে।’
সালমান এফ রহমান আনসারদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণ যোগ্য করতে। তাই আপনারা আগামী নির্বাচনটা যেন সফল ও সুন্দরভাবে হয় সেই লক্ষ্যে কাজ করবেন।’
প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরও বলেন, ‘আপনারা দেশের জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সেই জন্য আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের অবদানের কথা জাতি সব সময় মনে রাখবে।’
ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আমিন উদ্দিন, সাইফুজ্জামান, আসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, সার্কেল এএসপি আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে