নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল।
কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’
জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’
অস্বাভাবিক দামে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে কাজী ফার্ম লিমিটেড ও সগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
আজ সোমবার দুটি মামলায় কমিশন এই রায় দেয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ব্রয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সংক্রান্ত দুটি মামলার রায় দেয়। রায়ে কাজী ফার্মস লিমিটেডকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতা আইন-২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে মামলা দুটি করেছিল।
কমিশন আরও জানায়, গত বছর জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানোয় রাতারাতি সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। ব্রয়লার মুরগির দামও অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের জরিমানা করেন।
দাম বাড়ানোর পেছনে বড় কোম্পানিগুলোর হস্তক্ষেপ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেয় ভোক্তা-অধিদপ্তর। এরপর বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেসব কোম্পানির বিরুদ্ধে মামলা করে।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এই রায়ের কারণে দেশে পোলট্রি ব্যবসায় সিন্ডিকেট বন্ধ হবে। সিন্ডিকেট বন্ধ হলে দেশের প্রান্তিক খামারিরা লাভবান হবেন।’
জানতে চাইলে কাজী ফার্ম লিমিটেডের কর্মকর্তা হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জরিমানার বিষয়টি আমি জানি না। এই বিষয়টি মালিকপক্ষ ও পরিচালকেরা বলতে পারবেন।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে