নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউমার্কেটের ৪ নম্বর গেট দিয়ে ঢুকতেই ‘ওয়েলকাম’ নামে একটি ফাস্ট ফুডের দোকান। সামনেই ‘ক্যাপিটাল’ নামে আরেকটি দোকান। দুই দোকানের মালিক পরস্পরের চাচাতো ভাই। রমজান মাসে নিউমার্কেটের ভেতরে ফুটপাতের ওপরেই টেবিলে ইফতার সামগ্রী বিক্রি করে এই দোকানগুলো।
গতকাল সোমবার সন্ধ্যায় টেবিল বসানো নিয়ে ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটালের কর্মচারী কাওসারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। সেটিই বিরোধের শুরু। একপর্যায়ে কাওসারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাপ্পী চলে যান।
রাত ১১টার দিকে বাপ্পী ১০-১২ জন যুবক নিয়ে নিউমার্কেটে আসেন। এ সময় তাঁদের দু-একজনের হাতে রামদা ছিল। ক্যাপিটাল দোকানে গিয়ে কাওসারের সঙ্গে ঝগড়ায় জড়ানোর পর মার্কেটের আরও লোকজন একত্র হয় বাপ্পীর সমর্থকদের মারধর করে মার্কেট থেকে বের করে দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে সে সময় মার্কেটের ৪ নম্বর গেট বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। বন্ধ করে দেওয়া হয় ক্যাপিটাল নামের দোকানটিও। বাপ্পীর সমর্থকেরা কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি দলকে নিয়ে এসে মার্কেটে ভাঙচুর শুরু করে।
রাত সাড়ে ১১টার দিকে হেলমেটধারী কলেজছাত্ররা এসে ৪ নম্বর গেটে হামলা চালায়। রাত ১২টার দিকে শিক্ষার্থীরা ২ নম্বর গেট খুলে মার্কেটে ঢুকে ভাঙচুর করে বেরিয়ে যায়। মূলত এরপর থেকেই ওই এলাকার ব্যবসায়ীসহ হকাররা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী এই তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে নিউমার্কেট থানার পুলিশও। তবে সংঘর্ষের ঘটনায় এখনই কারও নাম তাঁরা নিতে চাইছেন না। তদন্ত করে জানানো হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন থানার ওসি স ম কাইয়ুম।
উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয় মূলত সোমবার দিবাগত রাত ১২টার দিকে। ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চলতে থাকে। রাত ১২টায় শুরু হওয়া এই সংঘর্ষ আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গড়িয়েছে। থেমে থেমে সংঘর্ষ চলেছে।
ঘটনা শুরুর পর টানা প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা থেকে সরেনি। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
রাতে পরিস্থিতি থমথমে ছিল। চাপা উত্তেজনা বিরাজ করলেও সংঘাতের ঘটনা ঘটেনি। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবার শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় অন্তত ছয়জন সংবাদকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থী এবং উভয়ের বিরুদ্ধেই সাংবাদিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দোকান ভাঙচুর করতে দেখা গেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বিক্ষোভে দুই ক্যাম্পাসেরই ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্ব দিতে দেখা গেছে।
সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা ভর্তি আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আছেন শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০) আহতদের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ থেমেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে: এডিসি হারুন
নিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরু
নিউমার্কেটে সংঘর্ষে ৬ সংবাদকর্মী আহত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একাত্মতা
নিউমার্কেট এলাকার সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সাবধানতা অবলম্বন’ করতে গিয়ে মাঠে ছিল না পুলিশ
ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিউমার্কেটে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে চিকিৎসাধীন
ইফতারের পর আলোচনায় বসবেন ব্যবসায়ীরা
বন্ধ ঘোষণার পর অবরুদ্ধ ঢাকা কলেজ অধ্যক্ষ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক
সংঘর্ষে দিনে ক্ষতি শত কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাল ইডেন কলেজ
ভরা মৌসুমে সংঘাতে বন্ধ বেচাকেনা, ২০ ঘণ্টা পেরোলেও সমাধান অনিশ্চিত
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিতে মোমবাতি প্রজ্বালন
নিউমার্কেটে সংঘর্ষে আহতদের চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউমার্কেটের ৪ নম্বর গেট দিয়ে ঢুকতেই ‘ওয়েলকাম’ নামে একটি ফাস্ট ফুডের দোকান। সামনেই ‘ক্যাপিটাল’ নামে আরেকটি দোকান। দুই দোকানের মালিক পরস্পরের চাচাতো ভাই। রমজান মাসে নিউমার্কেটের ভেতরে ফুটপাতের ওপরেই টেবিলে ইফতার সামগ্রী বিক্রি করে এই দোকানগুলো।
গতকাল সোমবার সন্ধ্যায় টেবিল বসানো নিয়ে ওয়েলকাম ফাস্ট ফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটালের কর্মচারী কাওসারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। সেটিই বিরোধের শুরু। একপর্যায়ে কাওসারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাপ্পী চলে যান।
রাত ১১টার দিকে বাপ্পী ১০-১২ জন যুবক নিয়ে নিউমার্কেটে আসেন। এ সময় তাঁদের দু-একজনের হাতে রামদা ছিল। ক্যাপিটাল দোকানে গিয়ে কাওসারের সঙ্গে ঝগড়ায় জড়ানোর পর মার্কেটের আরও লোকজন একত্র হয় বাপ্পীর সমর্থকদের মারধর করে মার্কেট থেকে বের করে দেয়। পরিস্থিতি আঁচ করতে পেরে সে সময় মার্কেটের ৪ নম্বর গেট বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। বন্ধ করে দেওয়া হয় ক্যাপিটাল নামের দোকানটিও। বাপ্পীর সমর্থকেরা কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি দলকে নিয়ে এসে মার্কেটে ভাঙচুর শুরু করে।
রাত সাড়ে ১১টার দিকে হেলমেটধারী কলেজছাত্ররা এসে ৪ নম্বর গেটে হামলা চালায়। রাত ১২টার দিকে শিক্ষার্থীরা ২ নম্বর গেট খুলে মার্কেটে ঢুকে ভাঙচুর করে বেরিয়ে যায়। মূলত এরপর থেকেই ওই এলাকার ব্যবসায়ীসহ হকাররা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী এই তথ্য নিশ্চিত করেছেন। বিষয়টি নিশ্চিত হয়েছে নিউমার্কেট থানার পুলিশও। তবে সংঘর্ষের ঘটনায় এখনই কারও নাম তাঁরা নিতে চাইছেন না। তদন্ত করে জানানো হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন থানার ওসি স ম কাইয়ুম।
উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয় মূলত সোমবার দিবাগত রাত ১২টার দিকে। ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ চলতে থাকে। রাত ১২টায় শুরু হওয়া এই সংঘর্ষ আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গড়িয়েছে। থেমে থেমে সংঘর্ষ চলেছে।
ঘটনা শুরুর পর টানা প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তা থেকে সরেনি। পুলিশের টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের বিরুদ্ধে তাঁরা নানা স্লোগান দিতে থাকেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
রাতে পরিস্থিতি থমথমে ছিল। চাপা উত্তেজনা বিরাজ করলেও সংঘাতের ঘটনা ঘটেনি। তবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবার শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় অন্তত ছয়জন সংবাদকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়ানো শিক্ষার্থী এবং উভয়ের বিরুদ্ধেই সাংবাদিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে।
উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) থেকে ৫ মে (বৃহস্পতিবার) পর্যন্ত ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দোকান ভাঙচুর করতে দেখা গেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে বিক্ষোভে দুই ক্যাম্পাসেরই ছাত্রলীগ নেতাকর্মীদের নেতৃত্ব দিতে দেখা গেছে।
সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা ভর্তি আছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আছেন শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ১০) আহতদের একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ
শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ থেমেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে: এডিসি হারুন
নিউমার্কেটে আবারও সংঘর্ষ শুরু
নিউমার্কেটে সংঘর্ষে ৬ সংবাদকর্মী আহত
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের একাত্মতা
নিউমার্কেট এলাকার সংঘর্ষ কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সাবধানতা অবলম্বন’ করতে গিয়ে মাঠে ছিল না পুলিশ
ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
নিউমার্কেটে সংঘর্ষে আহত ৪০ জন ঢামেকে চিকিৎসাধীন
ইফতারের পর আলোচনায় বসবেন ব্যবসায়ীরা
বন্ধ ঘোষণার পর অবরুদ্ধ ঢাকা কলেজ অধ্যক্ষ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক
সংঘর্ষে দিনে ক্ষতি শত কোটি টাকা, দাবি ব্যবসায়ীদের
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানাল ইডেন কলেজ
ভরা মৌসুমে সংঘাতে বন্ধ বেচাকেনা, ২০ ঘণ্টা পেরোলেও সমাধান অনিশ্চিত
ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জবিতে মোমবাতি প্রজ্বালন
নিউমার্কেটে সংঘর্ষে আহতদের চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
২৮ মিনিট আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
৩১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
৩৯ মিনিট আগে