নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা।
মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি।
নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়?
আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না।
মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব।
আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।
বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দরজি ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহায়তা চেয়েছেন। ঈদের আগে তারা কর্মহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন এমন জানিয়েছে বুধবার দুপুরে ব্যানার হাতে দাঁড়িয়ে সহায়তা চেয়েছেন তারা।
মো. নাজিম নামের এক দরজি ব্যবসায়ী বলেন, বঙ্গবাজার কমপ্লেক্সের তৃতীয় তলায় নাজিম টেইলার্স নামের আমার সেলাইয়ের দোকান ছিল। আগুনে সেটি পুড়ে গেছি ৷ আমার মতো এখানকার সব দরজি ব্যবসায়ী আজ নিঃস্ব ৷ কিন্তু আমাদের কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। খুচরা ব্যবসায়ীদের আপাতত অস্থায়ীভাবে বসার সুযোগ করে দেওয়া হলেও, আমাদের কোনো ব্যবস্থা করা হয়নি।
নাজিম আরও বলেন, আমার দরজি ব্যবসায়ীরা আমাদের মহানগর কমপ্লেক্স দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আশ্বাস দিলেও কোনো সহায়তা এখনো আমরা পাইনি। আমাদের পকেটে চলার মতোও অর্থ নেই। আমাদের দিকটা যদি কেউ না দেখে, তাহলে আমরা যাব কোথায়?
আদর্শ মার্কেটের জাকির টেইলার্সের মালিক আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আমরা কেউ কেউ ২০-৩০ বছর ধরে এখানে সেলাইয়ের কাজ করছি। অগ্নিকাণ্ডের পর কেউ আমাদের সাথে কথা বলছে না, কেউ আমাদের সহায়তা দিচ্ছে না। আমাদের বসার সুযোগও দিচ্ছে না। আমরা যদি এখানে অস্থায়ীভাবে বসতে পারি তাহলে ঈদের আগে পাওনাদারের টাকাটা পাব। নইলে তো সেটাও পাব না।
মো. আব্বাস নামের আরেক ব্যবসায়ী বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের তালিকা নেওয়া হয়েছে ৷ কিন্তু আমাদের তো পকেটে চলার মতো কোনো টাকা নেই। তাই সমাজের বিত্তবানরা যদি এ দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়, তাহলে অন্তত খেয়ে পরে বাঁচতে পারব।
আর্থিক সহায়তার পাশাপাশি এ সময় তারা বঙ্গবাজারের সব দরজি ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে