শ্যামপুর-কদমতলী, প্রতিনিধি
রাজধানীর ডেমরায় অজ্ঞাত আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ডেমরা থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বেলা ১১ টার দিকে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠায় ডেমরা থানা–পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বসবাসরত গাজীপুরের জয়দেবপুর থানার বড় ভবানীপুর এলাকার চাঁন মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৩), একই এলাকায় বসবাসরত মাদারীপুর সদর থানার কুলপুদ্দি এলাকার সমেদ খাঁর ছেলে মীর হোসেন ওরফে মীরা (৫৩) ও যাত্রাবাড়ী থানার কদমতলী এলাকায় বসবাসরত ভোলা সদর থানার দক্ষিণ দীঘলদী এলাকার মো. আবু তাহেরের ছেলে আজগর হোসেন (২৭)।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ওই ৩ জন বলছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় অসাবধানতা বশত মেয়েটি নিচে পড়ে মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে সব জানা যাবে। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে গ্রেপ্তার ওই ৩ জন মেয়েটিকে সাইনবোর্ড এলাকা থেকে অসৎ উদ্দেশ্যে ওই ভবনে নিয়ে আসেন।
তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত, ভিকটিমের পরিচয় শনাক্ত ও অন্য কেউ জড়িত রয়েছে কিনা এসব তথ্য জানার জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
রাজধানীর ডেমরায় অজ্ঞাত আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ডেমরা থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার বেলা ১১ টার দিকে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠায় ডেমরা থানা–পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার তিনজনকে শনাক্ত করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকায় বসবাসরত গাজীপুরের জয়দেবপুর থানার বড় ভবানীপুর এলাকার চাঁন মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৩), একই এলাকায় বসবাসরত মাদারীপুর সদর থানার কুলপুদ্দি এলাকার সমেদ খাঁর ছেলে মীর হোসেন ওরফে মীরা (৫৩) ও যাত্রাবাড়ী থানার কদমতলী এলাকায় বসবাসরত ভোলা সদর থানার দক্ষিণ দীঘলদী এলাকার মো. আবু তাহেরের ছেলে আজগর হোসেন (২৭)।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে ওই ৩ জন বলছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় অসাবধানতা বশত মেয়েটি নিচে পড়ে মারা যায়। তবে ময়নাতদন্ত রিপোর্টে সব জানা যাবে। গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে গ্রেপ্তার ওই ৩ জন মেয়েটিকে সাইনবোর্ড এলাকা থেকে অসৎ উদ্দেশ্যে ওই ভবনে নিয়ে আসেন।
তিনি আরও জানান, মামলার সুষ্ঠু তদন্ত, ভিকটিমের পরিচয় শনাক্ত ও অন্য কেউ জড়িত রয়েছে কিনা এসব তথ্য জানার জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে শান্তিবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের লিফটের খালি জায়গা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২৮ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে