রাজশাহীতে মায়ের আত্মহত্যার চেষ্টা, ঢাকা থেকে ছেলের কলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর মিরপুর থেকে ছেলের কল পেয়ে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। 

পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রাজধানীর মিরপুর থেকে এক তরুণ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তাঁর মা আত্মহত্যার চেষ্টা করছেন। বারবার কল দিলেও তাঁর মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তাঁর মাকে উদ্ধারের অনুরোধ জানান। 

৯৯৯ কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান থানা-পুলিশ এবং তথ্যদাতার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন। 
 
চন্দ্রিমা থানা-পুলিশ বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করার পর সেই মা নিজেই দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে যান। পরে জানা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান, ঠিক সেই মুহূর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চন্দ্রিমা থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই লুৎফর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। উদ্ধারকৃত আত্মহত্যা চেষ্টারত নারীর আনুমানিক বয়স (৪৭)। 

জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে প্রেমঘটিত সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। 

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে ওই নারীর ছেলে জানান, তাঁর মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মাকে বাড়িতে নিয়ে যাবেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত