গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেন সিকদার নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ছাড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক যুবক। নিহত নির্মাণ শ্রমিকেরা হলেন—চাঁদপুর জেলার পূর্ব বাকরপুর গ্রামের ছলেমান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৪০) ও গাইবান্ধা জেলার মো. নাহিদ (১৮)।
প্রত্যক্ষদর্শী কাশিয়ানী পূর্বপাড়া এলাকার আনোয়ারা বেগম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে আলমগীর হোসেনের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পাই। এরপর আশপাশের লোকজনকে খবর দেই।’
প্রতিবেশী শহিদুল ইসলাম শেখ বলেন, ‘আনোয়ারার কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতর থেকে গোঙানোর শব্দ আসছে। পরে জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ কল করি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তারা ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন সেপটিক ট্যাংকের মুখ বন্ধ ছিল। ভেতরে অক্সিজেন না থাকায় তাদের এ অবস্থা হয়েছে বলে মনে হয়।’
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রাকিবুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করি। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’ ট্যাংকের মধ্যে অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
কাশিয়ানী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, সকালে নির্মাণাধীন ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী ট্যাংকের মধ্য থেকে গোঙানোর শব্দ শুনতে পান। পরে অন্য প্রতিবেশীরা এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুই শ্রমিক সুমন ও নাহিদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। অসুস্থ যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগে