নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন।
কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।
ঢাকার সাভারে সেপটিক ট্যাংকের জন্য কূপ খনন করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুস সামাদের ছেলে আনিসুল (৩৬) এবং ভোলার দৌলতখান উপজেলার আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তাঁরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে আনিসুল ও সাইফুল দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের জন্য কূপ খননের কাজ করছিলেন। আজ সকাল ১০টার দিকে কাজে গিয়ে প্রথমে আনিসুল ওই কূপে নামেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ওপরে থাকা সাইফুল তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে তিনিও ওই কূপে নামেন।
কূপের ভেতরে নামার পর তিনিও অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
চামড়াশিল্প নগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অচেতন অবস্থায় আনিসুল ও সাইফুলকে কূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্টেশন অফিসার তানভীর আহমেদ আরও বলেন, কূপটি ২৫-৩০ ফুট গভীর ছিল। সম্ভবত ওই কূপে অক্সিজেনের অভাব হয়েছিল। এ কারণেই তাঁদের মৃত্যু হতে পারে।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সানোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক জরুরি সভায় তিনি এ ঘোষণা দেন। , রাবি,
৮ মিনিট আগেশর্ত ভঙ্গ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসাইনকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রভাষক পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা নিয়ে সমালোচনা চলছে। এরই মধ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক ও অস্বচ্ছতার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দফা দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন সাধারণ...
১১ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। এতে আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
১৯ মিনিট আগে