প্রতিনিধি, ঢাবি
লটারির মাধ্যমে নির্বাচিত হয়েই ৪০ জন ছাত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়েছেন। যদিও ফুল দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২১০ জন। এ ছাড়া বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে নাম জমা দিয়েছেন ২৭২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে এ ঘটনা ঘটে। এতে হলের ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. নাজমুন নাহার বললেন, এটি ইতিবাচক দিক।
গতকাল (সোমবার) রাত ৯টার সময় হল অডিটোরিয়ামে ২১০ জনের মধ্যে ৪০ জনকে বাছাই করা হয় লটারির মাধ্যমে। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, এতদ্বারা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা ১৪ ডিসেম্বর মিরপুরে যাওয়ার জন্য নাম দিয়েছেন, তাঁদের (সিরিয়াল ১-২১০) আজ (সোমবার) ৯.০০ মিনিটে হল অডিটোরিয়ামে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত সময়ে লটারির মাধ্যমে ৪০ জন ছাত্রীকে নির্বাচিত করা হবে। যারা ৯.৩০ মিনিটে উপস্থিত থাকবেন না, তাদের সিরিয়াল লটারিতে এলেও নির্বাচিত হবে না।
শিক্ষার্থীদের অভিযোগ, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির গর্ব। আমরা তাদের সশরীরে গিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছি। কিন্তু হল প্রশাসন বাসসংকটের অজুহাতে আমাদের সেখানে নিয়ে যায়নি। লটারিতে ৪০ জনকে নির্বাচিত করে তাদের নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘বিষয়টি আমাদের খুব খারাপ লাগছে। এভাবে লটারি দিয়ে শ্রদ্ধার বিষয়টি সংকীর্ণ করা হয়েছে। আমাদের যে আশা ছিল শ্রদ্ধা জানানোর, সেটা পারলাম না।’
লটারির মাধ্যমে বাছাই করে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়ার বিষয় স্বীকার করে অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, ‘আমি পরিবহন ম্যানেজারের কাছে বলেছিলাম, ডাবল সিটের দুটি বাস যেন আমাদের হলের জন্য দেওয়া হয়, কিন্তু গতকাল (সোমবার) বিকেলের দিকে জানতে পারি ৫৩ জন বসার মতো একটি বাস দেওয়া হবে। তখন তাৎক্ষণিকভাবে আমি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছিরকে বিষয়টি জানিয়েছি এবং হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।’
প্রভোস্ট আরও বলেন, ‘কোনো ধরনের ঝামেলা ছাড়া আমরা শ্রদ্ধা জানিয়ে আসতে পেরেছি। আমাদের শিক্ষার্থীদের ইতিবাচকতা আমাকে মুগ্ধ করেছে। অন্যান্য হলে যেখানে শিক্ষার্থীদের পাওয়া যায় না, সে জায়গায় আমাদের হলে লটারি করে নিয়ে যেতে হলো বাসসংকটের কারণে। পাশাপাশি অমিক্রন ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আমরা যেন স্বাস্থ্যবিধির বিষয়ে যথাযথ সচেতন হই।’
লটারির মাধ্যমে নির্বাচিত হয়েই ৪০ জন ছাত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়েছেন। যদিও ফুল দিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ২১০ জন। এ ছাড়া বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে নাম জমা দিয়েছেন ২৭২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে এ ঘটনা ঘটে। এতে হলের ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট ড. নাজমুন নাহার বললেন, এটি ইতিবাচক দিক।
গতকাল (সোমবার) রাত ৯টার সময় হল অডিটোরিয়ামে ২১০ জনের মধ্যে ৪০ জনকে বাছাই করা হয় লটারির মাধ্যমে। এ নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, এতদ্বারা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের জানানো যাচ্ছে যে, যারা ১৪ ডিসেম্বর মিরপুরে যাওয়ার জন্য নাম দিয়েছেন, তাঁদের (সিরিয়াল ১-২১০) আজ (সোমবার) ৯.০০ মিনিটে হল অডিটোরিয়ামে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত সময়ে লটারির মাধ্যমে ৪০ জন ছাত্রীকে নির্বাচিত করা হবে। যারা ৯.৩০ মিনিটে উপস্থিত থাকবেন না, তাদের সিরিয়াল লটারিতে এলেও নির্বাচিত হবে না।
শিক্ষার্থীদের অভিযোগ, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের জাতির গর্ব। আমরা তাদের সশরীরে গিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছি। কিন্তু হল প্রশাসন বাসসংকটের অজুহাতে আমাদের সেখানে নিয়ে যায়নি। লটারিতে ৪০ জনকে নির্বাচিত করে তাদের নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘বিষয়টি আমাদের খুব খারাপ লাগছে। এভাবে লটারি দিয়ে শ্রদ্ধার বিষয়টি সংকীর্ণ করা হয়েছে। আমাদের যে আশা ছিল শ্রদ্ধা জানানোর, সেটা পারলাম না।’
লটারির মাধ্যমে বাছাই করে শ্রদ্ধা জানাতে নিয়ে যাওয়ার বিষয় স্বীকার করে অধ্যাপক ড. নাজমুন নাহার বলেন, ‘আমি পরিবহন ম্যানেজারের কাছে বলেছিলাম, ডাবল সিটের দুটি বাস যেন আমাদের হলের জন্য দেওয়া হয়, কিন্তু গতকাল (সোমবার) বিকেলের দিকে জানতে পারি ৫৩ জন বসার মতো একটি বাস দেওয়া হবে। তখন তাৎক্ষণিকভাবে আমি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল বাছিরকে বিষয়টি জানিয়েছি এবং হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি।’
প্রভোস্ট আরও বলেন, ‘কোনো ধরনের ঝামেলা ছাড়া আমরা শ্রদ্ধা জানিয়ে আসতে পেরেছি। আমাদের শিক্ষার্থীদের ইতিবাচকতা আমাকে মুগ্ধ করেছে। অন্যান্য হলে যেখানে শিক্ষার্থীদের পাওয়া যায় না, সে জায়গায় আমাদের হলে লটারি করে নিয়ে যেতে হলো বাসসংকটের কারণে। পাশাপাশি অমিক্রন ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, আমরা যেন স্বাস্থ্যবিধির বিষয়ে যথাযথ সচেতন হই।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে