Ajker Patrika

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী) 
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) নাসির উদ্দীন খান (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় রাজীব সাহা নামের তাঁর এক সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত ইউপি চেয়ারম্যানের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার সময় পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন। একটি অটোরিকশা তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। 

মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। সড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। দুজনকেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। 

ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পাশাপাশি তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালিত করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন। চেয়ারম্যান নাসির উদ্দীন খানের মৃত্যুর খবরে এলাকায় শোক বিরাজ করছে। 

কিশোরগঞ্জের আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে নাছির উদ্দীন খানের মৃত্যু হয়। ঘাতক অটোরিকশাটিকে পাওয়া যায়নি। 

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) দেব দুলাল দে বলেন, ‘ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা আমরা নিশ্চিত নই। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় ঈদগাহে যাবেন না রাষ্ট্রপতি, ঈদুল ফিতরের নামাজ পড়বেন বঙ্গভবনে

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত