অর্চি হক, ঢাকা
দীর্ঘ ১৫ বছর ধরে একটু একটু করে ১৪ লাখ টাকা জমিয়েছিলেন রেহানা বেগম। রাজধানীর বছিলায় বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ঘরের কাজ, স্কুলের চাকরির পর অবশিষ্ট সময়টুকু বাড়িতে ছাত্রছাত্রী পড়াতেন। কিন্তু গত বছর করোনা সংক্রমণের শুরুর দিকেই তাঁর চাকরিটা চলে যায়। এর আগেও বন্ধ হয়ে যায় বাড়িতে ছাত্রছাত্রী পড়ানো।
রেহানা বেগমের স্বপ্ন ছিল স্নাতক শেষ করা ছেলেকে বিদেশে পড়তে পাঠাবেন। সে জন্যই জমানো টাকাগুলো যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন। কিন্তু চাকরিটা হারিয়ে অকূল পাথারে পড়ে যান পঞ্চাশোর্ধ্ব এই নারী। আয়ের সমস্ত পথ বন্ধ থাকায় কিছু লাভের আশায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে জমানো টাকা বিনিয়োগ করেন তিনি। অর্ডার করেন দুটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, মোবাইল ফোন ও সামার ভাউচারসহ আরও কিছু পণ্য। এসব পণ্য ক্রয়বাবদ গত মে ও জুন মাসে সিটি ব্যাংকের মাধ্যমে ১২ লাখ টাকা পরিশোধ করেন রেহানা বেগম। কিন্তু এখন পর্যন্ত পণ্য বা টাকা কিছুই পাননি তিনি। কম দামে পণ্য পাওয়ার আশায় সারা জীবনের সঞ্চয়টুকু এখন হারাতে বসেছেন এই নারী।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সারা রাত ঘুমাতে পারি না। তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহকে বলি, আমার মতো অবস্থায় তিনি যেন কোনো শত্রুকেও না ফেলেন।’
রেহানা বেগম জানান, গত বছর অনেকেই তাঁকে ই-অরেঞ্জে বিনিয়োগ করতে বলেছিল। কিন্তু তিনি তখন বিনিয়োগ করেননি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে দেখে গত মে মাসে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তিনি।
রেহানা বলেন, ‘মাশরাফি ওদের (ই-অরেঞ্জ) অ্যাম্বাসেডর হওয়ার পর দেখলাম ই-অরেঞ্জ র্যাবের অনুষ্ঠানও স্পনসর করতেছে। ওরা ই-ক্যাবেরও সদস্য। উই-এর কর্তাব্যক্তিদের সঙ্গেও বড় বড় অনুষ্ঠানে ই-অরেঞ্জের মালিককে দেখলাম। ই-ক্যাব থেকে বলল আমাদের সদস্যদের কাছ থেকে নিশ্চিন্তে পণ্য কেনা যাবে। সবকিছু দেখে তারপরেই ই-অরেঞ্জে অর্ডার করছিলাম।’
টাকা হারানোর শঙ্কার পাশাপাশি এখন মানুষের কটু কথাও সইতে হচ্ছে রেহানা বেগমকে। তিনি জানান, আশপাশের মানুষ তাঁকে দেখে টিপ্পনী কেটে বলে, ‘বেশি লোভ করছিলা বইলাই টাকা গেছে।’
রাজধানীর পল্টন মোড়ে গনগণন রোদের মধ্যে দাঁড়িয়ে রেহানা বেগম যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর চোখের জল আর ঘাম দুটোই মিলেমিশে একাকার। শাড়ির আঁচলে চোখ-মুখ মুছতে মুছতে বিদায় নেওয়ার আগে তিনি বললেন, ‘আমি এখন যেইভাবে আছি, এর চেয়ে মরণও ভালো। আমি তো অন্যায় পথে এক টাকাও আয় করি নাই, আমার সঙ্গে কেন এমন হইল?’
শুধু রেহানা বেগম নন, লাভের আশায় এমন অনেকেই বিনিয়োগ করেছিলেন গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচনায় থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে। বাজারদরের চেয়ে অনেক কম দামে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নজর কেড়েছিল প্রতিষ্ঠানটি। সেই লোভে পড়ে অনেকে লাখ লাখ টাকার পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে লাভ পাওয়ার আশায়। কিন্তু দীর্ঘ সময় পরও পণ্য কিংবা অগ্রিম অর্থ ফেরত না পাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
এর আগে গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহকদের পক্ষ থেকে করা প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন এবং তাঁর স্বামী মাসুকুর রহমানকে। গত ১৭ আগস্ট প্রতারণার মামলাটি করেন তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। মামলায় সোনিয়া মেহাজাবিন ও তাঁর স্বামী ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়।
এদিকে পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়া বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক এবং ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই সোহেল রানাকে পুলিশি রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানার বিরুদ্ধে ই-অরেঞ্জের সঙ্গে যোজসাজশ থাকার অভিযোগ রয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে একটু একটু করে ১৪ লাখ টাকা জমিয়েছিলেন রেহানা বেগম। রাজধানীর বছিলায় বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। ঘরের কাজ, স্কুলের চাকরির পর অবশিষ্ট সময়টুকু বাড়িতে ছাত্রছাত্রী পড়াতেন। কিন্তু গত বছর করোনা সংক্রমণের শুরুর দিকেই তাঁর চাকরিটা চলে যায়। এর আগেও বন্ধ হয়ে যায় বাড়িতে ছাত্রছাত্রী পড়ানো।
রেহানা বেগমের স্বপ্ন ছিল স্নাতক শেষ করা ছেলেকে বিদেশে পড়তে পাঠাবেন। সে জন্যই জমানো টাকাগুলো যক্ষের ধনের মতো আগলে রেখেছিলেন। কিন্তু চাকরিটা হারিয়ে অকূল পাথারে পড়ে যান পঞ্চাশোর্ধ্ব এই নারী। আয়ের সমস্ত পথ বন্ধ থাকায় কিছু লাভের আশায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে জমানো টাকা বিনিয়োগ করেন তিনি। অর্ডার করেন দুটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, মোবাইল ফোন ও সামার ভাউচারসহ আরও কিছু পণ্য। এসব পণ্য ক্রয়বাবদ গত মে ও জুন মাসে সিটি ব্যাংকের মাধ্যমে ১২ লাখ টাকা পরিশোধ করেন রেহানা বেগম। কিন্তু এখন পর্যন্ত পণ্য বা টাকা কিছুই পাননি তিনি। কম দামে পণ্য পাওয়ার আশায় সারা জীবনের সঞ্চয়টুকু এখন হারাতে বসেছেন এই নারী।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সারা রাত ঘুমাতে পারি না। তাহাজ্জুদ নামাজ পড়ি। আল্লাহকে বলি, আমার মতো অবস্থায় তিনি যেন কোনো শত্রুকেও না ফেলেন।’
রেহানা বেগম জানান, গত বছর অনেকেই তাঁকে ই-অরেঞ্জে বিনিয়োগ করতে বলেছিল। কিন্তু তিনি তখন বিনিয়োগ করেননি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে দেখে গত মে মাসে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন তিনি।
রেহানা বলেন, ‘মাশরাফি ওদের (ই-অরেঞ্জ) অ্যাম্বাসেডর হওয়ার পর দেখলাম ই-অরেঞ্জ র্যাবের অনুষ্ঠানও স্পনসর করতেছে। ওরা ই-ক্যাবেরও সদস্য। উই-এর কর্তাব্যক্তিদের সঙ্গেও বড় বড় অনুষ্ঠানে ই-অরেঞ্জের মালিককে দেখলাম। ই-ক্যাব থেকে বলল আমাদের সদস্যদের কাছ থেকে নিশ্চিন্তে পণ্য কেনা যাবে। সবকিছু দেখে তারপরেই ই-অরেঞ্জে অর্ডার করছিলাম।’
টাকা হারানোর শঙ্কার পাশাপাশি এখন মানুষের কটু কথাও সইতে হচ্ছে রেহানা বেগমকে। তিনি জানান, আশপাশের মানুষ তাঁকে দেখে টিপ্পনী কেটে বলে, ‘বেশি লোভ করছিলা বইলাই টাকা গেছে।’
রাজধানীর পল্টন মোড়ে গনগণন রোদের মধ্যে দাঁড়িয়ে রেহানা বেগম যখন কথাগুলো বলছিলেন, তখন তাঁর চোখের জল আর ঘাম দুটোই মিলেমিশে একাকার। শাড়ির আঁচলে চোখ-মুখ মুছতে মুছতে বিদায় নেওয়ার আগে তিনি বললেন, ‘আমি এখন যেইভাবে আছি, এর চেয়ে মরণও ভালো। আমি তো অন্যায় পথে এক টাকাও আয় করি নাই, আমার সঙ্গে কেন এমন হইল?’
শুধু রেহানা বেগম নন, লাভের আশায় এমন অনেকেই বিনিয়োগ করেছিলেন গ্রাহক ঠকানোর অভিযোগে আলোচনায় থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে। বাজারদরের চেয়ে অনেক কম দামে বিভিন্ন পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নজর কেড়েছিল প্রতিষ্ঠানটি। সেই লোভে পড়ে অনেকে লাখ লাখ টাকার পণ্যের অর্ডার করেছিলেন পরে বেশি দামে বিক্রি করে লাভ পাওয়ার আশায়। কিন্তু দীর্ঘ সময় পরও পণ্য কিংবা অগ্রিম অর্থ ফেরত না পাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
এর আগে গুলশান থানায় ই-অরেঞ্জের বিরুদ্ধে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রাহকদের পক্ষ থেকে করা প্রতারণার মামলায় কারাগারে পাঠানো হয় প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন এবং তাঁর স্বামী মাসুকুর রহমানকে। গত ১৭ আগস্ট প্রতারণার মামলাটি করেন তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। মামলায় সোনিয়া মেহাজাবিন ও তাঁর স্বামী ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়।
এদিকে পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়া বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক এবং ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই সোহেল রানাকে পুলিশি রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোহেল রানার বিরুদ্ধে ই-অরেঞ্জের সঙ্গে যোজসাজশ থাকার অভিযোগ রয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে