১২ কোটি টাকা দান কর পরিশোধ করলেন ড. ইউনূস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২৩: ২১

আপিল বিভাগের রায়ের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ১২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৬০৮ টাকা দান কর পরিশোধ করেছেন ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার সাউথইস্ট ব্যাংকের একটি চেকের মাধ্যমে এ অর্থ পরিশোধ করেন তিনি। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। 

২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে মুহাম্মদ ইউনূসকে নোটিশ পাঠায় এনবিআর।

দানের বিপরীতে কর দাবির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস কমিশনার অব ট্যাক্সেসে আপিল করেন। সেখানে বিফল হলে কর ট্রাইব্যুনালে আপিল করেন। সেখানেও বিফল হলে ২০১৫ সালে হাইকোর্টে পৃথক তিনটি আবেদন (রেফারেন্স) করেন নোবেল জয়ী ইউনূস। 

হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। সম্প্রতি রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিলে বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানি শেষে গত ৩১ মে পৃথক তিনটি আবেদন খারিজ করে রায় দেন হাইকোর্ট।

এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. ইউনূস। শুনানি শেষে গত ২৩ জুলাই আপিল বিভাগও তা খারিজ করে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত