নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার (২৬ জুলাই) করোনায় সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই বললেই চলে।
লকডাউনের পঞ্চম দিন আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহনের চাপে যানজটও লক্ষ করা গেছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি।
বেসরকারি ব্যাংকে চাকরি করা রিয়াজুল হক নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, 'আমি তো ব্যাংকে চাকরি করি। তাই প্রতিদিনই বাইরে বের হচ্ছি। লকডাউন দিয়েও মানুষের চলাচল থামেনি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের চলাচল বন্ধ হবে।’
জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।’
রামপুরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা মো. আরিফ বলেন, 'সকালের দিকে ব্যাংকে যাওয়া মানুষের সংখ্যাই বেশি থাকে। বেশির ভাগ গাড়িতে জরুরি সেবার সঙ্গে জড়িত নানা ধরনের স্টিকার লাগানো থাকে। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে তাঁদের আমরা যেতে দিচ্ছি। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।’
করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার (২৬ জুলাই) করোনায় সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই বললেই চলে।
লকডাউনের পঞ্চম দিন আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহনের চাপে যানজটও লক্ষ করা গেছে।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি।
বেসরকারি ব্যাংকে চাকরি করা রিয়াজুল হক নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, 'আমি তো ব্যাংকে চাকরি করি। তাই প্রতিদিনই বাইরে বের হচ্ছি। লকডাউন দিয়েও মানুষের চলাচল থামেনি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের চলাচল বন্ধ হবে।’
জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।’
রামপুরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা মো. আরিফ বলেন, 'সকালের দিকে ব্যাংকে যাওয়া মানুষের সংখ্যাই বেশি থাকে। বেশির ভাগ গাড়িতে জরুরি সেবার সঙ্গে জড়িত নানা ধরনের স্টিকার লাগানো থাকে। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে তাঁদের আমরা যেতে দিচ্ছি। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুত গতির মাইক্রোবাসের ধাক্কায় আতর বানু (৭৭) নামের এক নারী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের কড়াইতালা এ দুর্ঘটনা ঘটেছে।
৩ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় সজল সরকার (৩০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা আরোহী মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেজাহাজের নকশা অনুমোদনের জন্য ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় নৌপরিবহন অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার এসএম নাজমুল হককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন।
৩৩ মিনিট আগেআন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর বিরুদ্ধে চট্টগ্রামে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে